ঢাকা, মঙ্গলবার   ৩০ এপ্রিল ২০২৪

৭০তম অ্যামি অ্যাওয়ার্ডের মনোনয়ন ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৪, ১৫ জুলাই ২০১৮

এবার প্রাইমটাইম অ্যামি অ্যাওয়ার্ডের ৭০তম আসরে মনোনীতদের তালিকা ঘোষণা করা হয়েছে। বছর মনোনয়নে এগিয়ে আছে ‘গেম অব থ্রোনস’, ‘স্যাটারডে নাইট লাইভ’ ও ‘ওয়েস্টওয়ার্ল্ড’এর মধ্যে ‘গেম অব থ্রোনস’ পেয়েছে ২২টি মনোনয়ন। ‘স্যাটারডে নাইট লাইভ’ ও ‘ওয়েস্টওয়ার্ল্ড’ ২১টি করে মনোনয়ন পেয়েছে। এছাড়া লিমিডেট সিরিজের মধ্যে ১৮টি মনোনয়ন জিতে এগিয়ে আছে ‘দ্য অ্যাসাসিনেশন অব গিয়ানি ভার্সাস : আমেরিকান ক্রাইম স্টোরি’

অন্যদিকে কমেডি সিরিজের মধ্যে সর্বোচ্চ ১৬টি মনোনয়ন জিতেছে ‘অ্যাটলান্টা’। চলতি বছর ‘এইচবিও’কে পেছনে ফেলে সবচেয়ে বেশি মনোনয়ন জেতা প্লাটফর্ম ‘নেটফ্লিক্স’। সর্বমোট ১১২টি মনোনয়ন জিতেছে প্লাটফর্মটি।

এবারের অ্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নপ্রাপ্ত সেরা কমেডি সিরিজের মধ্যে রয়েছে অ্যাটলান্টা, ব্যারি, ব্ল্যাক-ইশ, কার্ব ইয়োর এনথুসিয়াজম, গ্লো, দ্য মার্ভেলাস মিসেস মেইসেল, সিলিকন ভ্যালি, আনব্রেকেবল কিমি শিমিট। সেরা ড্রামা সিরিজ দ্য আমেরিকানস, দ্য ক্রাউন, গেম অব থ্রোনস, দ্য হ্যান্ডমেইডস টেইল, স্ট্র্যাঞ্জার থিংস, দিস ইজ আস, ওয়েস্টওয়ার্ল্ড।

অন্যদিকে লিমিটেড সিরিজ অথবা সিনেমায় সেরা অভিনেতা মনোনয়ন পেয়েছেন অ্যান্টনিও বান্দেরাস, জিনিয়াস : পিকাসো, ড্যারেন ক্রিস, দ্য অ্যাসাসিনেশন অব গিয়ানি ভার্সাস : আমেরিকান ক্রাইম স্টোরি, বেনেডিক্ট কাম্বারব্যাচ, প্যাট্রিক মেলরোজ, জেফ ড্যানিয়েলস, দ্য লুমিং টাওয়ার, জন লিজেন্ড, জেসাস ক্রাইস্ট সুপারস্টার। লিমিটেড সিরিজ অথবা সিনেমায় সেরা অভিনেত্রী মনোনয়ন পেয়েছেন জেসিকা বিয়েল, দ্য সিনার, লউরা ডের্ন, দ্য টেইল, মিশেলে ডকেরি, গডলেস, এডি ফ্যালকাউ, ল অ্যান্ড অর্ডার ট্রু ক্রাইম : দ্য মেনেন্ডেজ মার্ডারস, রেজিনা কিং, সেভেন সেকেন্ডস, সারা পলসন, আমেরিকান হরর স্টোরি : কাল্ট।

কমেডি সিরিজে সেরা অভিনেতা অ্যান্থনি অ্যান্ডারসন : ব্ল্যাক-ইশ. টেড ড্যানসন : দ্য গুড প্লেস, ল্যারি ডেভিড : কার্ব ইয়োর এনথুয়াসিজম, ডোনাল্ড গ্লোভার : অ্যাটলান্টা, বিল হ্যাডার : ব্যারি, উইলিয়াম এইচ ম্যাকি : শেমলেস মনোনীত হয়েছে। ১৭ সেপ্টেম্বর লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে বসবে এবারের অ্যামি অ্যাওয়ার্ডের আসর।

এসএ/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি