ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

৭১তম এমি অ্যাওয়ার্ডস পেলেন যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ১১:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০১৯

প্রতি বছরের মতো এবারও প্রদান করা হলো ৭১তম এমি অ্যাওয়ার্ডস ২০১৯। টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান পর্যালোচনা করে মর্যাদাপূর্ণ এ পুরস্কার দেওয়া হয়।

স্থানীয় সময় রোববার (২২ সেপ্টেম্বর) রাতে (বাংলাদেশ সময় ২৩ সেপ্টেম্বর সকালে) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে বিজয়ীদের হাতে এমি অ্যাওয়ার্ডস তুলে দেওয়া হয়েছে।

আগেরবারের মতো এবারও সেরা ড্রামা সিরিজের পুরস্কার জিতেছে ‘গেম অব থ্রোনস’। তবে সিরিজটি রেকর্ড গড়তে ব্যর্থ হয়েছে।

‘ফ্লিব্যাগ’ ও ‘চেরনোবল’ তিনটি করে পুরস্কার পেয়েছে। ‘গেম অব থ্রোনস’ ও ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’ পেয়েছে দুইটি করে পুরস্কার।

এমি অ্যাওয়ার্ডের মোট ১২২টি ক্যাটাগরির মধ্যে আগেই ক্রিয়েটিভ আর্টস অ্যামিসে দেওয়া হয় ৯৬টি পুরস্কার। রোববার রাতে দেওয়া হলো ক্যাটাগরির ২৬টি পুরস্কার।

৭১তম এমি অ্যাওয়ার্ডস পেলেন যারা :

সেরা ড্রামা সিরিজ : ‘গেম অব থ্রোনস’
সেরা কমেডি সিরিজ : ফ্লিব্যাগ
সেরা কেন্দ্রীয় অভিনেতা (ড্রামা সিরিজ) : বিল্লি পোর্টার (পোস)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : জড়িয়ে কমের (কিলিং ইভে)
সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা) : ঝারেল জেরোম (হোয়েন দে সি আস)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা সিনেমা) : মিশেল উইলিয়ামস (ফোঁসে/ভর্দন)
সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : বিল হ্যাডার (ব্যারি)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : ফোব ওয়ালার-ব্রিজ, (ফ্লিব্যাগ)
সেরা লিমিডেট সিরিজ : চেরনোবল
সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ) : পিটার ডিঙ্কলেজ (গেম অব থ্রোনস)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ) : জুলিয়া জারনার (ওজার্ক)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ) : টনি শালহৌব (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ) : অ্যালেক্স বোরস্টেইন (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)
সেরা পার্শ্ব অভিনেতা (লিমিডিটেড সিরিজ অথবা সিনেমা) : বেন উইশও (অ্যা ভেরি ইংলিশ স্ক্যান্ডাল)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা সিনেমা) : প্যাট্রিশিয়া আর্কেট (দ্য অ্যাক্ট)
সেরা ভ্যারাইটি টক সিরিজ : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
সেরা ভ্যারাইটি স্কেচ সিরিজ : স্যাটারডে নাইট লাইভ
সেরা রিয়্যালিটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান : রুপাল’স ড্রাগ রেস
সেরা পরিচালক (ড্রামা সিরিজ) : জ্যাসন বেইটম্যান (ওজার্ক)
সেরা পরিচালক (কমেডি সিরিজ) : হ্যারি ব্রাডবির (ফ্লিব্যাগ)
সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা সিনেমা) : জোহান রেঙ্ক (চেরনোবল)
সেরা পরিচালক (ভ্যারাইটি স্পেশাল) : ডন রয় কিং (স্যাটারডে নাইট লাভ)
সেরা গল্পকার (কমেডি সিরিজ) : ফোব ওয়ালার-ব্রিজ, (ফ্লিব্যাগ)
সেরা গল্পকার (ড্রামা সিরিজ) : জেসে আর্মস্ট্রং (সাকসেশন)
সেরা গল্পকার (লিমিডিটেড সিরিজ অথবা সিনেমা) : ক্রেইগ মাজিন (চেরনোবল)
সেরা গল্পকার (ভ্যারাইটি স্পেশাল) : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
সেরা টেলিভিশন সিনেমা : ব্ল্যাক মিরর
উল্লেখ্য, এ বছরের অস্কারের মতো এই প্রথমবার এমি অ্যাওয়ার্ডসেও কোনো উপস্থাপক ছিলেন না।
এসএ/

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি