ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

৮ অঞ্চলে ইভিএম প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ২৭ অক্টোবর ২০১৮

Ekushey Television Ltd.

আগামী  জাতীয় নির্বাচনে সীমিত আকারে ইভিএম ব্যবহার করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। খুলনায় ইভিএম প্রদর্শনী উদ্বোধন শেষে একথা বলেন তিনি। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের ৮ অঞ্চলে এই প্রদর্শনীর আয়োজন করেছে নির্বাচন কমিশন।

ইলেকট্রনিক ভোটিং মেশিন-ইভিএমের মাধ্যমে ভোট প্রদানে ভোটারদের উৎসাহিত করার জন্য দেশের ৮ অঞ্চলে হচ্ছে ইভিএম প্রদর্শনী। এতে ইভিএম সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আগ্রহীদের অবহিত করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।

খুলনার জিয়া হল প্রাঙ্গনে ইভিএম প্রদর্শনীতে যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। মেলার উদ্বোধন করেন তিনি। পরে সিইসি বলেন, আগামী  জাতীয় নির্বাচনে সীমিত আকাওে ইভিএম ব্যবহারের প্রস্তুতি নিচ্ছেন তারা।

এদিকে রংপুর জেলা পরিষদ কমিউনিটি হলে দিনব্যাপি ইভিএম মেলার উদ্বোধন করেন নির্বাচন কমিশনার কবিতা খানম। স্থানীয় অনেকেই মেলায় আসেন ইভিএম এ ভোট প্রদান পদ্ধতি দেখতে।

সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সকাল সাড়ে ৮ টা থেকে শুরু  হয় ইভিএম প্রদর্শনী। কর্মকর্তারা জানিয়েছেন- ইভিএমে ভোট প্রদানের পদ্ধতি জনগণকে জানাচ্ছেন তারা।

সট : একজন কর্মকর্তা।

কুমিল্লার টাউন হল মাঠে আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের উদ্যোগে ৬টি জেলাকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে দিনব্যাপী ইভিএম প্রদর্শনী।

রাজশাহী আঞ্চলিক সার্ভার স্টেশন প্রাঙ্গণে ইভিএম প্রদর্শন মেলায় অংশ নেন নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম।

ফরিদপুর শহরের কবি জসিম উদদীন হল চত্বনে অনুষ্ঠানে যোপগ দেন নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী ।

এছাড়া, চট্টগ্রাম ও ময়মনসিংহেও ইভিএম প্রদর্শনী চলছে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি