ঢাকা, সোমবার   ২৮ এপ্রিল ২০২৫

৮ বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ১জনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৪, ৩০ মে ২০১৭ | আপডেট: ১৯:২০, ৩০ মে ২০১৭

Ekushey Television Ltd.

যশোরে আলোচিত আট বছরের শিশু ধর্ষণ ও হত্যা মামলায় লাভলু নামে একজনের ফাঁসির আদেশ দিয়েছে আদালত। অপর আসামী আনোয়ারের মৃত্যু হওয়ায় তাকে অব্যাহতি দেয়া হয়।
যশোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুন্যালের বিচারক অমিত কুমার দে আসামীর উপস্থিতিতে এ আদেশ দেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৪ সালের ২৩ মার্চ লাভলু শিশুটিকে মিষ্টি কিনে দেয়ার কথা বলে প্রতিবেশী আনোয়ারের পটল ক্ষেতে নিয়ে যায়। সেখানে লাভলু ও আনোয়ার শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করে। পরদিন নিহতের বাবা দু’জনকে আসামি করে কোতয়ালি থানায় মামলা করেন। ওই বছরের ২৩ জুলাই আদালতে চার্জশিট দেন তদন্ত কর্মকর্তা।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি