ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

৯ অক্টোবর থেকে ইলিশ ধরা নিষিদ্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২৩, ৯ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আগামী মাসের ২২ দিন ইলিশ মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। ৯ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ইলিশ মাছ ধরার ক্ষেত্রে এ নিষেজ্ঞা জারি করেছে মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। একই সাথে নিষেজ্ঞা চলাকালীন সময়ে ইলিশ পরিবহন, গুদামজাত ও বাজারজাতকরণও নিষিদ্ধ করা হয়েছে। তবে যে সব জেলার জেলেরা ইলিশ মাছ ধরেই জীবিকা নির্বাহ করেন তাদেরকে খাদ্যের সহযোগীতা করবে মন্ত্রণালয় বলে জানা যায়। 

রোববার রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মৎস ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু সাংবাদিকদের এ কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, ‘ইলিশ সারা বছর ডিম পাড়লেও এ সময়টায় ৮০ শতাংশ মা ইলিশ ডিম পাড়ে। আর এ ডিম পাড়ে মূলত মিঠা পানিতে। তাই আশ্বিনের পূর্ণিমার চার দিন আগে এবং পূর্ণিমার পরে ১৮ দিন-মোট ২২ দিন দেশের উপকূলীয় অঞ্চল, নদীর মোহনাসহ যেসব জেলা ও নদীতে ইলিশ পাওয়া যায়, সেখানে মাছ ধরা নিষিদ্ধ থাকবে।’ 

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘মাছ ধরা নিষিদ্ধ সময়ে পার্শ্ববর্তী দেশের কোনো ট্রলার আমাদের সমুদ্রসীমা থেকে ইলিশ নিয়ে যেতে পারবে না।’ 

তিনি বলেন, ‘আমাদের কোস্টগার্ড নেভির কর্মকর্তারা তৎপর রয়েছেন। এছাড়া এখন আমাদের জরিপ জাহাজসহ অনেক জাহাজ রয়েছে, হেলিকপ্টার রয়েছে, রাডার রয়েছে-এগুলো আমরা সব সময় ব্যবহার করি।’ 

জেলেদের খাদ্য-সহায়তায় দুর্নীতি প্রসঙ্গে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, ‘এ বিষয়ে আমি চ্যালেঞ্জ করছি। স্থানীয় জনপ্রতিনিধির পাশাপাশি জেলে প্রতিনিধিদের মাধ্যমে চাল বিতরণ করা হয়েছে। এখানে দুর্নীতির কোনো অভিযোগ পাওয়া যায়নি।’

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি