ঢাকা, শনিবার   ২০ এপ্রিল ২০২৪

অ্যামি অ্যাওয়ার্ড

৯ ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে গেম অব থ্রোনস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২০, ১৮ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৮:৩১, ১৮ সেপ্টেম্বর ২০১৮

অ্যামি অ্যাওয়ার্ড-২০১৮ তে সবোর্চ ৯টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নিয়েছে ‘গেম অব থ্রোনস’। মূলত টেলিভিশনে প্রচারিত অনুষ্ঠান পর্যালোচনা করে এই পুরস্কার দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে সোমবার (১৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হলো ৭০তম অ্যামি অ্যাওয়ার্ড। এতে দ্বিতীয় সেরা হয়েছে ‘স্যাটারডে নাইট লাইভ’ ও ‘দ্য মার্ভেলাস মিসেস মেইসেল’। দুটোই পেয়েছে আটটি পুরস্কার। অন্যদিকে ‘দ্য অ্যাসাসিন্যাশন অব জিয়ান্নি ভার্সাস’ জিতে নিয়েছে সাতটি পুরস্কার।

অ্যামি অ্যাওয়ার্ডের মোট ১২২টি ক্যাটাগরির মধ্যে গত সপ্তাহে ক্রিয়েটিভ আর্টস অ্যামিসে দেওয়া হয় ৯৬টি পুরস্কার। সোমবার রাতে মূল ক্যাটাগরির ২৬টি পুরস্কার দেওয়া হয়।

৭০তম অ্যামি অ্যাওয়ার্ড পেলেন যারা-

(ড্রামা সিরিজ) : ম্যাথিউ রেইস (দ্য আমেরিকানস)
সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : ক্ল্যারে ফয় (দ্য ক্রাউন)

সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): ড্যারেন ক্রিস (দ্য অ্যাসাসিন্যাশন অব জিয়ান্নি ভার্সাস)
সেরা অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): রিজাইনা কিং (সেভেন সেকেন্ডস)

সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : বিল হ্যাডার (ব্যারি)
সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : র‌্যাচেল ব্রোসনাহান (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)

সেরা ড্রামা সিরিজ : গেম অব থ্রোনস
সেরা কমেডি সিরিজ : দ্য মার্ভেলাস মিসেস মেইসেল
সেরা লিমিডেট সিরিজ : দ্য অ্যাসাসিনেশন অব জিয়ান্নি ভার্সাস

সেরা পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ): পিটার ডিঙ্কলেজ (গেম অব থ্রোনস)
সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ) : থানডি নিউটন (ওয়েস্টওয়ার্ল্ড)
সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ) : হেনরি উইঙ্কলের (ব্যারি)
সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ) : অ্যালেক্স বোরস্টেইন (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)

সেরা পার্শ্ব অভিনেতা (লিমিডিটেড সিরিজ অথবা সিনেমা): জেফ ড্যানিয়েলস (গডলেস)
সেরা পার্শ্ব অভিনেত্রী (লিমিটেড সিরিজ অথবা সিনেমা) : ম্যারেট ওয়েভার (গডলেস)

সেরা ভ্যারাইটি টক সিরিজ: লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার

সেরা ভ্যারাইটি স্কেচ সিরিজ: স্যাটারডে নাইট লাইভ

সেরা রিয়্যালিটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান: রু পাল`স ড্রাগ রেস

সেরা পরিচালক (ড্রামা সিরিজ): স্টিফেন ডাল্ড্রে (দ্য ক্রাউন)
সেরা পরিচালক (কমেডি সিরিজ): অ্যামি শারম্যান-প্যালাদিনো (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)

সেরা পরিচালক (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): রায়ান মারফি (দ্য অ্যাসাসিন্যাশন অব জিয়ান্নি ভার্সাস)

সেরা পরিচালক (ভ্যারাইটি স্পেশাল): গ্লেন্ন ওইসস (দ্য অস্কার)

সেরা গল্পকার (কমেডি সিরিজ): অ্যামি শারম্যান-প্যালাদিনো (দ্য মার্ভেলাস মিসেস মেইসেল)

সেরা গল্পকার (ড্রামা সিরিজ): জো ফিল্ডস ও জো ওয়েইসবার্গ (দ্য আমেরিকানস)

সেরা গল্পকার (লিমিডিটেড সিরিজ অথবা সিনেমা): উইলিয়াম ব্রিজেস ও চার্লি ব্রুক (ব্ল্যাক মিরর)

সেরা সেরা গল্পকার (ভ্যারাইটি স্পেশাল): জন মুল্যাইনি (কিড গর্জিয়াস এট রেডিও সিটি)

এমজে/


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি