ঢাকা, শনিবার   ১৭ মে ২০২৫

৯ মামলায় ইভ্যালির এমডি রাসেলের জামিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৫, ২১ এপ্রিল ২০২২

Ekushey Television Ltd.

চেক প্রতারণার ৯ মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেলকে জামিন দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) পৃথক আদেশে তিনি ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পান।

রাসেলের আইনজীবী আহসান হাবীব গণমাধ্যমকে জামিনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৯ মামলায় রাসেলের জামিন মঞ্জুর হয়েছে। তবে আরও মামলায় গ্রেপ্তার থাকায় তিনি কারামুক্ত হতে পারছেন না।

এক প্রশ্নের জবাবে এই আইনজীবী বলেন, অনেক মামলা হয়েছে। নতুন মামলা হচ্ছে। এই মুহূর্তে মামলার সংখ্যা নির্দিষ্ট করে বলতে পারছি না।

প্রতারণা ও অর্থ আত্মসাতের অভিযোগ এনে গত বছরের ১৫ সেপ্টেম্বর আরিফ বাকের নামের এক গ্রাহক গুলশান থানায় মো. রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা করেন। পরদিন বিকেলে রাজধানীর মোহাম্মদপুরের স্যার সৈয়দ রোডের বাসা থেকে তাদের গ্রেপ্তার করে র‍্যাব। শামীমা নাসরিন বর্তমানে জামিনে রয়েছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি