ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

উত্তরায় যাত্রা শুরু করলো ফায়কা বুটিকস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৬, ১৮ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৭:৩০, ১৯ নভেম্বর ২০১৭

দেশীয় পোশাকের সমাহারে রাজধানীর উত্তরার চার নম্বর সেক্টরে যাত্রা শুরু করলো ফায়কা ওম্যানস ক্লথিং বুটিকসঐতিহ্যবাহী মসলিন-জামদানির ওপর আধুনিক ডিজাইন শৈল্পিক প্রিন্টের শাড়ি, সালোয়ার কামিজ, সিঙ্গেল কামিজ, কুর্তি আর কাফতান পাওয়া যাচ্ছে এই বুটিকস হাউসে

শুক্রবার বুটিকস হাউসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ফায়কা বুটিকসের ব্যবস্থাপনা পরিচালক ফায়কা ইসলাম এ্যানি। এসময় উপস্থিত ছিলেন বিবিয়ানা ফ্যাশনসের স্বত্ত্বাধিকারী লিপি খন্দকার, অতিরিক্ত উপ-মহাপুলিশ পরিদর্শক (এডিশনাল ডিআইজি) আজিজুর রহমান, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) জ্যেষ্ঠ প্রতিবেদক এস এম রাশিদুল ইসলাম, চ্যানেল আইয়ের সিনিয়র প্রোগ্রাম প্রোডিউসার পুনাম প্রিয়াম প্রমূখ।

ফায়কা ইসলাম বলেন, বুটিকসের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে উন্নতমানের কাপড়,ডিজাইনে নতুনত্ব আর রঙের রুচিসম্মত ব্যবহার। একজন ফ্যাশন উদ্যোক্তা হিসেবে আমি আমার সর্বোচ্চ মেধা ও শ্রম দিয়ে চেষ্টা করি সুন্দর কিছু সৃষ্টি করতে। যা মানুষকে আরো সুন্দর ও আকর্ষনীয় করে তুলে। সাশ্রয়ী মূল্য ক্রেতাদের ভালো মানের পোশাক উপহার দিতে চান বলেও জানান তিনি। সংবাদ বিজ্ঞপ্তি।

 

আর

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি