ঢাকা, শনিবার   ২৭ এপ্রিল ২০২৪

বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার অ্যালিসেন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৬, ২০ জুলাই ২০১৮

ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসেনকে রেকর্ড অঙ্কের বিনিময় সই করাল লিভারপুল৷ এসি রোমাকে ৭২ দশমিক ৫ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি দিয়ে অ্যালিসেনকে নিয়েছে প্রিমিয়র লিগের এই ক্লাব৷ শেষবার ২০০১ সালে ইতালিয় গোলরক্ষক বুঁফোকে নিতে ৫৩মিলিয়ন ইউরো খরচ করেছিল জুভেন্তাস৷ সেই ট্রান্সফার রেকর্ডের পর ২৫ বছরের অ্যালিসেনই এখন বিশ্বের সবচেয়ে দামি গোলকিপার৷ রাশিয়া বিশ্বকাপে ব্রাজিলের হয়ে পাঁচটি ম্যাচেই নিয়মিত ছিলেন অ্যালিসেন৷

শেষবার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লরিস ক্যারিয়াসের জোড়া ভুলের জন্য ট্রফি হাতছাড়া করেছিল প্রিমিয়র লিগের অন্যতম সেরা ক্লাব৷ এরপরই ক্যারিয়াসের বদলি খুঁজছিল লিভারপুল৷ বিশ্বকাপ শেষ হতে ব্রাজিলিয়ান কিপারকে এবার পাকা করে ফেলল চ্যাম্পিয়ন্স লিগ রানার্স দল৷

নতুন ক্লাবের সঙ্গে যুক্ত হয়ে অ্যালিসেন বলেন, ‘স্বপ্ন সত্যি হওয়ার মতো অভিজ্ঞতা৷ লিভারপুল ক্লাবের সদস্য হতে পেরে আল্পুত৷’ শেষবার ক্লাব মরশুমে রোমার জার্সি গায়ে সিরিয়া এ লিগে ৩৭ ম্যাচের ১৭টিতে ক্লিনসিট রাখতে পেরেছিল অ্যালিসেন৷ তেকাঠির নিচে অপ্রতিরোদ্ধ হয়ে উঠে রোমাকে শেষবার চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে তুলেছিল এই গোলরক্ষক৷ সেমিতে অবশ্য লিভারপুলের কাছে হেরেই বিদায় নিয়েছিল রোমা৷

সূত্র: কলকাতা ২৪x৭

একে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি