ঢাকা, বৃহস্পতিবার   ২৮ মার্চ ২০২৪

রানির মামা মিঠুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮ | আপডেট: ১২:১৭, ১১ ফেব্রুয়ারি ২০১৮

হিচকি’ দিয়ে বড় পর্দায় ফিরছেন রানি মুখার্জি। জীবনের দুর্বল জায়গা, বাধা পার করে কীভাবে সাফল্যের পথে হাঁটা যায়, সেই শিক্ষাই দেবে রানির ‘হিচকি’সম্প্রতি, ‘ডান্স ইন্ডিয়া ডান্স’সিজন- ফিল্মের প্রমোশনে উপস্থিত হয়েছিলেন রানি মুখার্জি। সেখানে অভিনেতা মিঠুন চক্রবর্তীর মুখোমুখি হন অভিনেত্রী। মিঠুনকে ‘মামা’ বলে ডাকেন রানি। একই সঙ্গে তাকে প্রশ্ন করেন, আপনার জীবনে এমন কী ‘হিচকি’ ছিল, যে বাধা পার করে আপনি সফল অভিনেতা হয়েছেন।

উত্তরে মিঠুন বলেন, ‘যখন প্রথম অভিনয়ে আসি, তখন আমার গায়ের রং নিয়ে লোকে হাসাহাসি করত। তখন আমি আয়না দেখে কাঁদতাম। পরে আমি ঠিক করে নিয়েছিলাম আমি এমন কিছু করব যে তখন লোকে আমার গায়ের রঙের দিকে তাকাবেই না। সেই মতই আমি ঠিক করেছিলাম আমি এমন নাচ করব যে লোকে আমার পায়ের দিকেই দেখবে, গায়ের রং নয়।’

এদিন রানির সঙ্গে তাঁর সম্পর্কের কথা বলতে গিয়ে মিঠুন বলেন, ‘রানি আমার কাছে চিরকাল ছোট বাচ্চাই থাকবে। রানির মাসি এক সময় বাংলার অন্যতম সেরা অভিনেত্রী ছিল। আমি যখন স্ট্রাগল করছি। তখন দেবশ্রী আমায় ভীষণ সাহায্য করেছে। আমার পাশে দাঁড়িয়েছে। আমি তো অর্ধেক দিন দেবশ্রীর বাড়িতে গিয়েই খাওয়া দাওয়া করতাম।’

পাল্টা রানিও বলেন, ‘এজন্যই তো আমি ওনাকে মামা বলি, এত ভালোবাসি।’

সূত্র : জি নিউজ

এসএ/

 

 


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি