ঢাকা, শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪

সাব্বিরের দুই ফিফটিতে প্রস্তুতি ম্যাচ ড্র

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০১৭

শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার আমন্ত্রিত একাদশের সঙ্গে বাংলাদেশের তিন দিনের প্রস্তুতি ম্যাচটা ড্র’ই হয়েছেম্যাচের তৃতীয় দিনের বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে দ্বিতীয় ইনিংসে উইকেট হারিয়ে ২৩৫ রান করার পরই ইনিংস ঘোষণা করেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহীমএর ফলে, বাংলাদেশের লিড দাঁড়ায় ২২৮ রান।  

লিটন দাস আর ইমরুল কায়েসের ওপেনিং জুটি মাত্র ৯ রানে শেষ হলে দ্বিতীয় উইকেটে দলকে এগিয়ে নেন ইমরুল-মুমিনুল। কোহেনের বলে ইমরুল আউট হলেও দুজনের ৭১ রানের জুটি দাঁড়ায়। মুশফিকুর রহিম মাত্র ২ রানে ফিরেছেন শন ভন বার্গের বলে। ৩১ বছর বয়সী এই লেগ স্পিনারের শিকার মুমিনুলও (৩৩)।

৯৬ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশের স্কোরটা ভাল অবস্থানে গিয়েছে পঞ্চম উইকেটে মাহমুদউল্লাহ-সাব্বিরের যোগ করা ৫২ রানের সৌজন্যে। বাংলাদেশ দলের ব্যাটসম্যানদের মধ্যে সাব্বিরের ব্যাটিং প্রস্তুতিটাই ভালো হয়েছে। দুই ইনিংসেই ফিফটি পেয়েছেন তিনি। মাহমুদউল্লাহ অবশ্য ফিরেছেন ১৫ রানে। সাব্বিরও (৬৭) ফিরেছেন ভন বার্গের বলেই। ৭৭ রানে ৪ উইকেট নিয়ে সিএসএ আমন্ত্রিত একাদশের সবচেয়ে সফলতম বোলার হলেন এই লেগ স্পিনার।

প্রথম টেস্ট খেলতে কালই পচেফ্স্ট্রুম রওনা দেওয়ার কথা বাংলাদেশের।

 

/আর/এআর


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি