ঢাকা, সোমবার   ০৭ জুলাই ২০২৫

 ১০ ট্রাক অস্ত্র মামলার সাক্ষী সড়ক দুর্ঘটনায় নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ১৮ জুন ২০১৮

Ekushey Television Ltd.

১০ ট্রাক অস্ত্র মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী পুলিশ পরিদর্শক হেলাল উদ্দিন ভূঁইয়া ফেনীতে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। রোববার দুপুরে ফেনীর রামপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সড়ক দুর্ঘটনায় তিনি গুরুতর আহত হয়েছিলেন। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির এসআই বাচ্চু মিয়া তার মৃত্যুর সংবাদ নিশ্চিত করেছেন।

সার্জেন্ট হেলাল মিয়া বাংলাদেশ পুলিশের ১৯৯৫ ব্যাচের সার্জেন্ট হিসেবে যোগদান কররে। ২০০৪ সালে আলোচিত ১০ ট্রাক অস্ত্র উদ্ধারের সময় চট্টগ্রামের বন্দর থানার কয়লার ডিপো পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন তিনি।

সর্বশেষ তিনি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বন্দর থানার পেট্রোল ইন্সেপেক্টর (পিআই-বন্দর) হিসেবে কর্মরত ছিলেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (বন্দর) কামরুল হাসান বলেন, দুই ছেলে এক মেয়ের জনক হেলালের বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার গোবিন্দপুরে। তবে তার পরিবারের সদস্যরা থাকতেন কুমিল্লা শহরের ভাড়া বাসায়। দুই সন্তানের মধ্যে তার মেয়ে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে গত বছর এইচএসসি পাস করেছেন, ছেলে কুমিল্লা জেলা স্কুলের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ কর্মকর্তা জানান, পরিবারের সাথে ঈদ করতে হেলাল উদ্দিন কুমিল্লায় নিজ বাসায় গিয়েছিলেন। সেখান থেকে কর্মস্থল চট্টগ্রাম ফেরার পথে ফেনীর রামপুরে সড়ক দুর্ঘটনায় মারা যান।

 

এমএইচ/ আরকে


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি