ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশিত : ২১:০২, ২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

রোববার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী নাটক ও শিক্ষা ক্ষেত্রে মমতাজউদদীনের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করেন।

তিনি বলেন, ‘তার মৃত্যুতে শিক্ষা ও নাট্য জগতে অপূরণীয় ক্ষতি হলো।’

শেখ হাসিনা মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উল্লেখ্য, একুশে পদক বিজয়ী নাট্যকার মমতাজউদদীন আজ বিকেলে এ্যাপোলো হাসপাতালে ইন্তেকাল করেন।

(সূত্রঃবাসস)

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি