ঢাকা, সোমবার   ২১ জুলাই ২০২৫

অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে রাষ্ট্রপতির শোক

প্রকাশিত : ২০:৪৮, ২ জুন ২০১৯

Ekushey Television Ltd.

রাষ্ট্রপতি এম. আবদুল হামিদ ভাষাসৈনিক, প্রখ্যাত নাট্যকার, অভিনেতা ও শিক্ষাবিদ অধ্যাপক মমতাজউদদীন আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

রোববার এক শোক বার্তায় রাষ্ট্রপতি হামিদ একুশে পদক বিজয়ী মমতাজ উদদীনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

মমতাজউদদীন উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত কারণে আজ (রোববার) বিকেলে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৪ বছর।

রাষ্ট্রপতি শিক্ষা,নাটক ও সাহিত্য ক্ষেত্রে মমতাজউদদীনের অবদানের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন,‘তার মৃত্যুতে শিক্ষা ও নাট্য জগতে অপূরণীয় ক্ষতি হলো।’

আবদুল হামিদ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

(সূত্রঃবাসস)

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি