অবশেষে একাডেমিক কার্যক্রম চালুর চূড়ান্ত অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত : ১৬:০৬, ১৪ জানুয়ারি ২০২৬ | আপডেট: ১৬:০৭, ১৪ জানুয়ারি ২০২৬
অবশেষে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকে আইন বিভাগ ও বিজনেস স্টাডিজ অনুষদসহ দুটি বিষয়ে একাডেমিক কার্যক্রম চালু করার চূড়ান্ত অনুমোদন পেল নওগাঁ বিশ্ববিদ্যালয়। এর মধ্য দিয়ে নওগাঁবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল।
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান স্বাক্ষরিত এক পত্রে এই অনুমোদন দেওয়া হয়েছে।
পত্রে বলা হয়েছে, নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষ থেকেই পত্রের উল্লেখিত শর্তে আইন অনুষদের অধীন আইন বিভাগ ও বিজনেস স্টাডিজ অনুষদেব অধীন হিসাব বিজ্ঞান বিভাগে-এ নওগাঁ বিশ্ববিদ্যালয় আইন ২০২৩ অনুযায়ী শিক্ষার্থী ভর্তি ও একাডেমিক কার্যক্রম চালু করতে হবে। স্নাতক পর্যায়ে প্রতি শিক্ষাবর্ষে সর্বোচ্চ ৪০ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে।
আইন ও হিসাববিজ্ঞান বিভাগের কারিকুলাম প্রস্তুত করে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিতে হবে। এছাড়া লাইব্রেরিতে বিষয় সংশ্লিষ্ট পর্যাপ্ত বই ও জার্নালের ব্যবস্থা করতে হবে এবং ভবনের জরুরী নির্গমণ সুবিধা, জরুরি চিকিৎসা সহায়তা ও বিশুদ্ধ খাবার পানির সুবিধা নিশ্চিত করতে হবে।
নওগাঁ বিশ্ববিদ্যালয় ২০২৫ ২০২৬ শিক্ষাবর্ষে দুটি বিষয় চালু হওয়ার মধ্য দিয়ে নওগাঁ বাসির দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হল।
এ প্রসঙ্গে নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মোহাম্মদ হাছানাত আলী বলেন, এই প্রত্যাশা পূরণে গত একটি বছর নিরলস পরিশ্রম করেছি। সরকারের সমস্ত দপ্তরে যোগাযোগ করেছি, এই দিনটি দেখব বলে। নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপচার্যের দায়িত্ব পেয়ে নওগাঁয় প্রথম দিন যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেই প্রাথমিক প্রতিশ্রুতি পূরণ হওয়ায় মহান রাব্বুল আলামিনের নিকট শুকরিয়া জ্ঞাপন করছি।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটিকে সমস্ত রাজনৈতিক ভেদাভেদের ঊর্ধ্বে রেখে একটি উৎকৃষ্ট জ্ঞান, গবেষণা, শিক্ষা পাঠ ও পঠনের কেন্দ্র বিন্দুতে পরিণত করতে চাই। এক্ষেত্রে সকলের সহযোগিতা কামনা করছি।
এএইচ
আরও পড়ুন










