ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসুচি

প্রকাশিত : ১৭:৪৮, ২২ মার্চ ২০১৭ | আপডেট: ১৭:৪৮, ২২ মার্চ ২০১৭

Ekushey Television Ltd.

অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে পদযাত্রা কর্মসুচি করেছেন সাংবাদিকরা। বুধবার জাতীয় প্রেসক্লাবে সামনে থেকে শুরু হয়ে পদযাত্রাটি মৎস ভবন মোড়ে আসে। আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী বাহিনীর অনুরোধে ও জনদুভোর্গের কথা চিন্তা করে কর্মসুচি সেখানেই শেষ করা হয়। পরে বিএফইউজে সভাপতি মনজুরুল আহসান বুলবুলের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পৌছে দেন। এর আগে পথসভায় সাংবাদিক নেতারা অবিলম্বে নবম ওয়েজ বোর্ড ঘোষণার দাবি জানান। তা না হলে পরবর্তীতে আরো কঠোর কর্মসুচি দেয়ারও ঘোষণা দেওয়া হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি