ঢাকা, বুধবার   ২৪ এপ্রিল ২০২৪

অবৈধ পথে ভারতে যেতে ২৪ বাংলাদেশি আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি:

প্রকাশিত : ১৬:১৫, ১২ নভেম্বর ২০১৮ | আপডেট: ১৬:৪০, ১২ নভেম্বর ২০১৮

সীমান্তের অবৈধ পথে ভারতে যাওয়ার সময় বেনাপোল সীমান্তে শিশুসহ ২৪ বাংলাদেশী নারী পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। সোমবার সকালে বেনাপোলের পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে বিজিবি। এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, গোপন সংবাদে জানা যায়, বেনাপোলের পুটখালী সীমান্ত দিয়ে অবৈধভাবে বেশ কিছু নারী পুরুষ ভারতে প্রবেশ করবে। এমন সংবাদের ভিত্তিতে পুটখালী বিজিবি’র একটি টহলদল সীমান্তের চরের মাঠ এলাকায় অভিযান চালিয়ে ১৪ জন পুরুষ, ৭জন নারী ও ৩ শিশুকে আটক করা হয়। তাদের বাড়ি চট্রগ্রাম, খুলনা, ফরিদপুর ও বাগেরহাট জেলার বিভিন্ন এলাকায়। আটকদের বিরুদ্ধে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

বেনাপোল পোর্ট থানার পরিদর্শক (ওসি/তদন্ত) সৈয়দ আলমগীর হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, বিজিবি শিশুসহ ২৪ জনকে থানায় সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা দিয়ে সোমবার দুপুরে যশোর আদালতে পাঠানো হয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.


Nagad Limted


© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি