ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

অব্যাহত ধর্মঘট, সংকটে পণ্য সরবরাহ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩০, ২২ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

বেতনভাতা বাড়ানোসহ ১১ দফা দাবিতে সারাদেশে তৃতীয় দিনের মতো চলছে নৌযান শ্রমিকদের ধর্মঘট। এতে করে বন্ধ রয়েছে পণ্য সরবরাহ। 

ধর্মঘটে কারণে খুলনা, বরিশাল ও ভোলা, নারায়ণগঞ্জসহ বিভিন্ন স্থানে বন্ধ রয়েছে পণ্য পরিবহন। এতে করে বাজারে আসছে না পণ্য। যার প্রভাব পড়েছে বাজারে। তবে দাবি না মানা পর্যন্ত ধর্মঘট অব্যাহত থাকবে বলে জানিয়েছে আন্দোলনকারীরা। 

নিয়োগপত্র প্রদান, বেতন-ভাতা বৃদ্ধি, খাদ্যভাতা প্রদান, প্রভিডেন্ট ফান্ড গঠনসহ নৌপথে নাব্যতা রক্ষা এবং সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি ও নির্যাতন বন্ধেরও দাবি নৌ-শ্রমিকদের।

এআই/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি