অভিবাসনপ্রত্যাশীদের নৌকায় হেলিকপ্টার থেকে গুলির ঘটনায় নিহত ৪৩
প্রকাশিত : ১০:০৭, ১৮ মার্চ ২০১৭ | আপডেট: ১০:০৭, ১৮ মার্চ ২০১৭
লোহিত সাগরের ইয়েমেন উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকায় হেলিকপ্টার থেকে গুলির ঘটনায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছে।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থা- আইওএম এ’তথ্য জানিয়েছে। স্থানীয় সময় শুক্রবার বাব আল মানদেপ প্রণালীর কাছে এ’ ঘটনা ঘটে। আইওএম জানায়, অভিবাসনপ্রত্যাশীদের অধিকাংশই সোমালিয়ার নাগরিক। ঘটনাস্থল থেকে জীবিত উদ্ধার করা হয়েছে ৮০ জনকে। এরমধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তবে, কারা এ’হামলা চালিয়েছে তা জানা যায়নি। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে বলে জানিয়েছে আইওএম।
আরও পড়ুন