ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

অভ্যন্তরীণ রুটে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১৩, ২৯ মে ২০১৭ | আপডেট: ১৯:২৮, ২৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

ঘূর্ণিঝড় মোরা প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অভ্যন্তরীণ রুটে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে বিআইডব্লিউটিএ। এদিকে, সদরঘাটে গিয়ে লঞ্চ না পেয়ে বিপাকে পড়েন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সদর ঘাট থেকে সব ধরণের নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে বিআইডব্লিউটিএ।
পূর্বাভাস ছাড়াই লঞ্চ চলাচল বন্ধ করে দেয়ায় সদরঘাটে গিয়ে দুর্ভোগে পড়েন দক্ষিণাঞ্চলের যাত্রীরা।
তবে, মানুষের জানমালের নিরাপত্তার জন্য নিষেধাজ্ঞাকে স্বাগত জানিয়েছেন লঞ্চ মালিক শ্রমিকরা।
আবহাওয়া স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি