ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

অল্পবৃষ্টিতে ডুবছে রাজধানী

প্রকাশিত : ১২:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭ | আপডেট: ১২:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

মেগাসিটি ঢাকার আয়তন বাড়লেও ভরাটের কারণে অল্পবৃষ্টিতে ডুবছে তিলোত্তমা রাজধানী। এভাবেই গেল পাঁচ বছরে আমূল পাল্টে গেছে রাজধানীর নিন্মঞ্চলের চিত্র। নদী হয়েছে খাল, খালভরাট হয়ে উঠেছে ভবন। এ অবস্থায় মারাত্মক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে রাজধানী ঢাকা। শীতের শেষে, ঠিক বছর পাঁচেক আগে একুশের ক্যামেরায় ধারণ করা হয়েছিলো এই চিত্র। স্থানটি রাজধানী সংলগ্ন ইছাপুরা আর ডুমনি। থৈ-থৈ পানিতে চলছে নৌকা, জেলেরা ধরেছে মাছ। একটু উঁচু জমিতে হয়েছে নানা ধরণের সবজির চাষ। দিনে দিনে খালগুলো ভরাট হয়েছে। এখন নৌকাতো দূরে থাক হাঁটুজল ভেঙেই এপার ওপার যাতায়াত করেন সাধারণ মানুষ। এরিমধ্যে উধাও হয়ে গেছে বালু আর তুরাগ নদীর চারটি প্রবাহ। চার বছর আগে খিলেক্ষেত সংলগ্ন ডুমনি ব্রিজের দুপারে ছিল পানির ¯্রােতধারা। দখল আর ভরাটে এলাকাটি আর চেনার উপায় নেই। এতে যেমন কাজ হারিয়েছে জেলে সম্প্রদায় তেমনি বিপর্যস্ত হয়েছে এলাকার পরিবেশ। অপরিকল্পিত ভরাট আর দখলের ফাঁকে গড়া আবাসন আদৌ কী দীর্ঘ বসবাসের উপযোগী এমন প্রশ্নই ছিল বিশেষজ্ঞদের কাছে। ঢাকার নিম্নাঞ্চলে বসবাসকারীরা বলছেন, রাজধানীর সৌন্দর্য ফেরাতে অবশ্যই সচল রাখতে হবে নদীর স্বাভাবিক প্রবাহ।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি