ঢাকা, শনিবার   ১২ জুলাই ২০২৫

পল্টনে গাড়ীতে আগুন

আইজিপির তথ্যের ভিত্তিতে ব্যবস্থা নেবে ইসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৪৪, ১৭ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

রাজধানীর নয়া পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সংঘর্ষের ঘটনায় পুলিশ মহাপরিদর্শকের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন কমিশনের সচিব হেলালুদ্দীন আহমদ। আজ শনিবার বিকেলে আয়োজিত চট্টগ্রাম নগরের আঞ্চলিক লোক প্রশাসনের মিলনায়তনে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হেলালুদ্দীন আহমদ বলেন, রাজধানী নয়া পল্টনে পুলিশের সাথে সংঘর্ষের ঘটনার বিষয়ে পুলিশ মহাপরিদর্শকের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে।  ওইদিনের ঘটনার প্রকৃত কারণ জানতে ইতোমধ্যে পুলিশের আইজিকে ইসি থেকে চিঠি দেওয়া হয়েছে। তাদের চিঠির জবাবের প্রেক্ষিতে কমিশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

হেলালুদ্দীন আহমদ বলেন,` বর্তমানে সরকারের মন্ত্রী থাকা অবস্থায় যারা মনোনয়ন ফরম নিয়েছেন তাদের প্রার্থিতা নিশ্চিত হওয়ার পর অর্থাৎ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে তারা নিজ নির্বাচনী এলাকায় সরকারি কোনো গাড়ি কিংবা প্রটোকল ব্যবহার করতে পারবেন না।  তবে নির্বাচনী এলাকার বাইরে সরকারি কাজে তার সুযোগ-সুবিধা নিতে পারবেন। বিভিন্ন দলের নির্বাচন পেছানোর দাবি প্রসঙ্গে ইসি সচিব বলেন,` নির্বাচন পেছানোর আর কোনো সুযোগ নেই। ৩০ ডিসেম্বরেই নির্বাচন হবে। আশা করছি, সব দলের অংশগ্রহণে সবার সহযোগিতায় শান্তিপূর্ণভাবেই নির্বাচন সম্পন্ন হবে।

ইভিএম প্রসঙ্গে তিনি বলেন,`চট্টগ্রাম শহরসহ সারাদেশের শহরাঞ্চলের কিছু স্থানে ইভিএম ব্যবহার করা হবে। তবে কোন কোন স্থানে ব্যবহার হবে সেই ব্যাপারে এখনো সিদ্ধান্ত হয়নি।

অপর এক প্রশ্নের জবাবে হেলালুদ্দীন আহমদ বলেন, বাংলাদেশি নাগরিক কিংবা ভোটার—যারা বাইরের বিভিন্ন দেশে অবস্থান করছেন, তাদের ভোটার করার পাশাপাশি জাতীয় পরিচয়পত্র দেওয়ার পরিকল্পনা আছে কমিশনের। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বাইরের একটি দেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটার করার জন্য একটি পাইলট প্রকল্প গ্রহণ করা হবে। প্রকল্পটি সফল হলে পরবর্তী সময়ে অন্যসব দেশেও এটি বাস্তবায়ন করা হবে।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি