ঢাকা, রবিবার   ২৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আইন অনুসরণ করে দলিল লেখকদের কাজ করার আহবান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৬, ৪ মে ২০১৭ | আপডেট: ১৮:১৭, ৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

আইন অনুসরণ করে দলিল লেখকদের কাজ করার আহবান জানিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম রেজিষ্ট্রেশন কমপ্লেক্স চত্বরে নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি জনগকে হয়রানি না করে সেবার মানসিকতা নিয়ে সবাইকে কাজ করার কথাও বলেন। মেয়র দলিল লেখকদের জন্যে আলাদা অফিস এবং ভবন নির্মাণের ক্ষেত্রে সহায়তা দেয়ারও আশ্বাস দেন। সংগঠনের সভাপতি এস এম আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী, বাংলাদেশ দলিল লেখক সমিতির সভাপতি নুর আলম ভূঁইয়া।
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি