আওয়ামীলীগ যতবারই ক্ষমতায়, ততবারই উন্নয়ন: প্রধানমন্ত্রী
প্রকাশিত : ১৮:৫১, ৩১ আগস্ট ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, কৃষক-শ্রমিকসহ দেশের উন্নয়নের জন্য বাকশাল গঠন করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশ স্বাধীনের মাত্র সাড়ে তিন বছরের মধ্যে তিনি বাংলাদেশের ভবিষ্যৎ সাজিয়ে দিয়ে গেছেন। কিভাবে দেশ এগিয়ে যাবে, তা ঠিক করে দিয়েছিলেন। স্বাধীনতার পর থেকে আওয়ামীলীগ যতবারই ক্ষমতায় এসেছে, ততবারই দেশের উন্নয়ন হয়েছে।
শনিবার (৩১ আগস্ট) সন্ধ্যায় গণবভনে বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত জাতীয় শোক দিবসের আলোচনায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, বঙ্গবন্ধুর আদর্শে ছাত্রলীগকে গড়ে তুলতে হবে। জাতির পিতার জীবনী পড়তে হবে বেশি করে। জাতির পিতাকে আরও জানতে হবে। তবেই দেশ এগিয়ে যাবে।
স্বাধীনতাপূর্বের ছাত্রলীগের স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন, আমার বাবা যখন জেলে ছিলেন, তখন এই ছাত্রলীগ আমার মা পরিচালনা করেছেন। কেন্দ্রীয় ছাত্রলীগ ও মহানগর ছাত্রলীগের সকল নির্দেশনা আমার মা-ই দিতেন। তারা সবসময় আলাদাভাবে আসতেন, পরামর্শ নিতেন। যখন দেশের পরিস্থিতি খারাপ হয়ে যেত, নেতাকর্মীরা আসতে পারতো না, তখন তিনি নিজেই ছদ্মবেশ ধারন করে তাদের সাথে দেখা হবে বাবার দেয়া নির্দেশনা দিয়ে আসতেন।
মায়ের স্মৃতিচারণ করে তিনি বলেন, আন্দোলন কিভাবে করতে হয়, কিভাবে সফল করতে হয়, আমি যদি কিছু শিখে থাকি তা আমার মায়ের কাছ থেকেই শিখেছি। বাবা যখনই আন্দোলন সংগ্রাম করতেন, তখনই কারাগারে। কারাগারে যখন আমরা বাবার সাথে দেখা করতাম, তখন মা একবারও কোন হতাশার কথা বলেনি, কখনই বলেনি কিভাবে সংসার চালাবো। তিনি বলেছেন, আমাদের নিয়ে আপনার কোন চিন্তা করতে হবে না। যা কিছু করার আমি নিজেই করবো। এই যে পাশে থেকে একটা শক্তি যোগানো, সাহস যোগানো, মা সেটা করতেন।
বক্তব্যের আগে প্রধানমন্ত্রী ছাত্রলীগ প্রকাশিত ম্যাগাজিন ‘জয়বাংলা’র মোড়ক উন্মোচন করেন।
টিআই/
আরও পড়ুন