ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আগামী মার্চ মাসে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব কার্যালয় স্থাপনের পরিকল্পনা

প্রকাশিত : ১৭:৩৭, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:৩৭, ২৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আগামী মার্চ মাসে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের নিজস্ব কার্যালয় স্থাপনের পরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান। তিনি বলেছেন, প্রক্রিয়া শেষে হলে প্রধানমন্ত্রী এর ভিত্তি প্রস্তর স্থাপন করবেন।  সোমবার দুপুরে ইমারাত নির্মাণ ও ভূৃমি উন্নয়ন অনুমোদন কার্যক্রম উদ্বোধনকালে এসব কথা জানানো হয়। এতে কক্সবাজার জেলা প্রশাসক আলী হোসেন ও পৌর মেয়র মাহাবুবুর রহমান সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে কক্সবাজারের উন্নয়নে যাত্রায় সবার সহযোগিতা আহবান জানানো হয়।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি