ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

হঠাৎ যে কারণে আইপিএলে মোস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৪, ১৪ মে ২০২৫

Ekushey Television Ltd.

চলতি আইপিএলে কোনো বাংলাদেশি ক্রিকেটারের উপস্থিতি না থাকলেও ভারত-পাকিস্তান উত্তেজনায় টুর্নামেন্ট স্থগিত হওয়ার পর ভাগ্য খুলে গেল মোস্তাফিজুর রহমানের। দিল্লি ক্যাপিটালসের হয়ে আইপিএলের বাকি অংশে মাঠে নামবেন তিনি।

বুধবার (১৪ মে) সামাজিক মাধ্যমে এক ঘোষণায় মোস্তাফিজকে স্কোয়াডে নেওয়ার কথা জানায় দিল্লি ফ্র্যাঞ্চাইজি। দুই বছর পর এই দলে ফিরলেন তিনি। জ্যাক ফ্রেসার-ম্যাকগার্কের বদলি হিসেবে খেলবেন বাঁহাতি এই পেসার।

৯ মে ভারত-পাকিস্তান যুদ্ধাবস্থার কারণে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয় আইপিএল। তবে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতির সিদ্ধান্ত আসার পর আবারও মাঠে ফেরার ঘোষণা দেওয়া হয়। আগামী ১৭ মে থেকে শুরু হবে বাকি ম্যাচগুলো।

এই বিরতির সময় অনেক বিদেশি ক্রিকেটার নিজ দেশে ফিরে গিয়েছেন এবং আর ফিরছেন না। তাই আইপিএলের পুনরায় শুরুতে নতুন করে অনেক ক্রিকেটার সুযোগ পাচ্ছেন, যার মধ্যে অন্যতম মোস্তাফিজ।

লিগ টেবিলের পঞ্চম স্থানে থাকা দিল্লি এখন পর্যন্ত ১১ ম্যাচে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে। হাতে থাকা তিন ম্যাচের মধ্যে অন্তত দুটি জিততে পারলে, বিশেষ করে মুম্বাই ইন্ডিয়ানসকে হারাতে পারলে প্লে-অফে যাওয়ার পথ অনেকটাই নিশ্চিত হয়ে যাবে।

এসএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি