ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘর স্থানান্তর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:০১, ১৫ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

রাজধানীর সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে প্রজ্বলিত ‘শিখা চির-অম্লান’ স্থানান্তরিত হয়েছে আগারগাঁওয়ে স্থায়ীভাবে নির্মিত মুক্তিযুদ্ধ জাদুঘরে। সকালে ‘শিখা চির-অম্লান’ থেকে অগ্নিমশাল জ্বালিয়ে একাত্তর সদস্যবিশিষ্ট অভিযাত্রী দল আগারগাঁওয়ে নিয়ে যায়। রোববার মুক্তিযুদ্ধ জাদুঘরের নবনির্মিত ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

রাজধানীর আগারগাঁওয়ে নতুন, স্থায়ী ঠিকানায় যাচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘর। এ’জন্য চলছে শেষ মুহুর্তের কর্মকাণ্ড।

শনিবার সকালে ৭১ সদস্য বিশিষ্ট অভিযাত্রী দলের হাতে সেগুনবাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে অগ্নিমশাল তুলে দেন মুক্তিযুদ্ধে শহীদ পরিবারের সদস্যরা। অভিযাত্রী দলের সাথে যোগ দেন একাত্তর জন সাইক্লিস্ট।

অগ্নি মশাল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনার হয়ে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে যায় অভিযাত্রী দল। সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান অভিযাত্রী দলসহ, সেক্টর কমান্ডার্স ফোরাম ও মুক্তিযোদ্ধারা। পরে এক মিনিট নিরবে দাঁড়িয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা।

অভিযাত্রী দলের সদস্যরা বলেন, শিখা চির-অম্লান স্থায়ী জাদুঘরে স্থানান্তরের মাধ্যমে ইতিহাসের নতুন অধ্যায়ের সূচনা হল।

এরপর, তারা যান ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু জাদুঘরে। সেখানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় অভিযাত্রী দল। পরে মোহাম্মদপুরে মুক্তিযোদ্ধা টাওয়ারে বসবাস করা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানায় নতুন প্রজন্মের সদস্যরা।

এ’সময় মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান জানান যুদ্ধাহত মুক্তিযুদ্ধারা।

দীর্ঘ পথ পরিক্রমায় আগারগাঁওয়ে স্থায়ী ভবন হচ্ছে মুক্তিযুদ্ধ জাদুঘরের। রোববার প্রধানমন্ত্রীর হাত ধরে সেখানে স্থায়ীভাবে স্থান করে নেবে শিখা চির-অম্লান।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি