ঢাকা, সোমবার   ০৯ ডিসেম্বর ২০২৪

আগ্রাবাদ মহিলা কলেজের ভবন নির্মাণকাজ উদ্বোধন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৬, ২৫ মে ২০২৩

চট্টগ্রামে আগ্রাবাদ মহিলা কলেজের ৬ষ্ঠ তলা বিশিষ্ট নতুন একাডেমিক ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার এটি উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম-১১ আসনের সন্মানিত সংসদ সদস্য জনাব এম. এ.লতিফ।

সভায় কলেজ গভর্নিং বডির সন্মানিত সভাপতি জনাব মোঃ অহিদ সিরাজ চৌধুরী (স্বপন) নতুন একাডেমিক ভবন বরাদ্দ ও নির্মাণ কাজের শুভ উদ্বোধন করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও চট্টগ্রাম-১১ আসনের  সংসদ সদস্য  জনাব এম. এ.লতিফের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান।

প্রধান অতিথি সংসদ সদস্য এম. এ.লতিফ বলেন ”সকল প্রশংসা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার, যার বদান্যতায় দেশ সর্বক্ষেত্রে উন্নয়নের মহাসড়কে।”

সভায় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষার্থী, কর্মচারী, শিক্ষক পরিষদের সম্পাদক জনাব ড. শাহীন আক্তার, উপাধ্যক্ষ জনাব মনোয়ারা বেগম, অধ্যক্ষ জনাব কৃষ্ণ কুমার দত্ত। শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চল থেকে উপস্থিত ছিলেন সহকারী প্রকৌশলী জনাব খায়রুল আলম, উপ-সহকারী প্রকৌশলী জনাব দিলীপ কুমার নাথ ও ঠিকাদার জনাব মোঃ লিয়াকত আলী। কলেজ গভর্নিং বডি এর সম্মানিত সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনাব আফরোজা জহুর, জনাব ওমর মুক্তাদির, জনাব জিনাত আরা হক, জনাব মোঃ দেলোয়ার হোসাইন ও জনাব মোহাম্মদ নজরুল ইসলাম।  

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি