ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

আজ ইস্টার সানডে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৩, ১৬ এপ্রিল ২০১৭ | আপডেট: ১৪:০২, ১৬ এপ্রিল ২০১৭

Ekushey Television Ltd.

খ্রিস্ট ধর্মের প্রবর্তক যিশুর পুনরুত্থান দিবস, ইস্টার সানডে আজ। গুড ফ্রাইডে’তে বিপথগামী ইহুদীরা যিশুকে ক্রুশবিদ্ধ করে হত্যার তৃতীয় দিবসে পুনরুত্থান হয় তার। নানা আয়োজনে অন্যতম ধর্মীয় উৎসব এই পালন করছেন দেশের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। সকালে গীর্জায় আয়োজন করা হয় বিশেষ প্রার্থনা। এসময় দেশ, জাতি ও মানবতার কল্যাণ কামনা করা হয়। 

অসত্য আর অসুন্দরকে পরাভূত করে, যিশু ফিরে আসেন মানুষের মাঝে। খ্রিস্টীয় ধর্মবিশ্বাসের মূলভিত্তি তাই, ক্রুশে যিশুর জীবনদান এবং গৌরবদীপ্ত পুনরুত্থান। মানুষের সেবায় জীবন উৎসর্গ করে সত্য ও সুন্দরের পথে এগিয়ে যাওয়াই ইস্টার সানডে’র মূল বাণী।

যিশুর পুনরুত্থানের সংবাদ খ্রিস্টীয় ধর্মাবলম্বীদের জন্য একই সঙ্গে খুবই আনন্দের এবং তাৎপর্যেরও। পবিত্র এদিনের সূর্যোদয়ে, রাজধানীর মিরপুর চার্চে উপাসনা আর প্রার্থনার আয়োজন করেন তারা।

আনন্দের এই দিনে, দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি কামনা করে প্রার্থনা করেন ।

পবিত্র দিবসের অনুতপ্ত হওয়া আর শুদ্ধ হয়ে ওঠারও দীক্ষা নেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি