ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

আজ বিশ্ব মা দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৬, ১৪ মে ২০১৭ | আপডেট: ১৩:২৭, ১৪ মে ২০১৭

Ekushey Television Ltd.

বিশ্ব মা দিবস আজ। সারাবিশ্বের মতো বাংলাদেশেও সন্তানেরা নানা অয়োজনে শ্রদ্ধা-ভালবাসা জানাচ্ছেন গর্ভধারিনীকে। শুধু জন্ম দেয়াই নয়, মায়ের মমতার হাত সন্তানের মাথায় থাকে সারাজীবনই। আর তাতেই অনেক সহজে জীবনে ধরা দেয় সাফল্য-এমনটাই মনে করেন সন্তানেরাও।
একটি ছোট্ট শব্দ ‘মা’- যার মাঝে লুকিয়ে আছে ভালোবাসার হাজারো রং। স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, নির্ভরতা সবকিছু থাকে এই মানুষটিকে ঘিরে।
সপ্তাহ খানেক আগে এই শিশুর জন্ম দিয়েছেন মৌসুমী। গর্ভের সন্তানকে কোলে পাবার পর ভুলে গেছেন মা হবার সব ক্লান্তি। মা- রা বুঝি এমনই হোন। নীলকণ্ঠ পাখির মতন সব কষ্ট ধারণ করেন নিজের ভেতর।
সন্তানকে সুন্দর ভাবে বড় করে তোলাই এখন এই  মার ভাবনা।
সন্তানকে নিয়ে এমনি ভাবনা সব মায়েদেরই। কিসে সন্তানের ভালো হবে, কিসে তার সব অভাব পূরণ হবে এমনি দোয়া তাদের।
এমনই যে মা। সেই মায়েদের অনেকেরই শেষ বয়সে এসে ভাগ্যে জোটেনা এতটুকু সুখ। সন্তানের কাছে নয়, অনেকের আশ্রয় হয় বৃদ্ধাশ্রমে। তবু যে যে অবস্থায় থাকেন, সন্তানের মঙ্গলকামনা করে চলেন জীবনের শেষ মুহুর্ত পর্যন্ত।
এরই মাঝে বছর ঘুরে ঘুরে আসে মা দিবস। শুরুটা সেই ১৯০৮ সালে। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার স্কুলশিক্ষিকা অ্যানা জারভিস পারিবারিক বিচ্ছিন্নতা দেখে মায়ের জন্য বিশেষ দিন পালনের কথা ভাবেন। তিনি মারা যাওয়ার পর তার মেয়ে অ্যানা এম জারভিস মে মাসের দ্বিতীয় রোববারটি মা দিবস হিসেবে পালনের আনুষ্ঠানিকতা শুরু করেন।
যদিও মাকে ভালবাসার জন্য কোনো আনুষ্ঠানিক দিবসের প্রয়োজন হয় না। তবুও একটি দিন হোক না, মাকে বিশেষ কিছু বলবার; বিশেষ কিছু দেবার। সন্তানেরা মাকে জড়িয়ে ধরে বলুক মা তুমি কেমন আছো? ভালো তো?


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি