ঢাকা, শুক্রবার   ০৪ জুলাই ২০২৫

ওমানের সুলতানের মৃত্যু

আজ শোক পালন করছে বাংলাদেশ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ১৩ জানুয়ারি ২০২০

Ekushey Television Ltd.

ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদের ইন্তেকালে আজ সোমবার রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করছে বাংলাদেশ। দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে আজ জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হচ্ছে।

রবিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে সরকারের শোক পালনের সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

তাতে বলা হয়, সোমবার দেশের সব সরকারি প্রতিষ্ঠান এবং দেশের বাইরে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোকে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।

উল্লেখ্য, বাংলাদেশের অকৃত্রিম বন্ধু ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ক্যানসারসহ বিভিন্ন ধরনের বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গত শুক্রবার মারা যান।

সুলতান কাবুসের মৃত্যুর পর শনিবার তাঁর চাচাতো ভাই হাইসাম বিন তারিক আল-সাঈদকে ওমানের নতুন সুলতান হিসেবে ঘোষণা করা হয়েছে।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি