আজ সম্প্রীতি সংলাপ : ‘তবু পথ হারাবে না বাংলাদেশ’
প্রকাশিত : ০৮:৫৮, ২ এপ্রিল ২০২১ | আপডেট: ১৩:১০, ২ এপ্রিল ২০২১
আজ ২ এপ্রিল ২০২১, শুক্রবার রাত ১০টায় অনুষ্ঠিত হবে সম্প্রীতি সংলাপ : ‘তবু পথ হারাবে না বাংলাদেশ’। এটি সংলাপের ৬১তম পর্ব। যা প্রচারিত হবে সংগঠনের ফেসবুক পেজে।
সম্প্রীতি বাংলাদেশের আহবায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায়- এর সঞ্চালনায় এতে আলোচক হিসেবে থাকবেন- আবদুল মান্নান (সাবেক চেয়ারম্যান, ইউজিসি), মো. জাকির হোসেন (অধ্যাপক, আইন অনুষদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়), কুদ্দুস আফ্রাদ (সভাপতি, ঢাকা সাংবাদিক ইউনিয়ন), রাশেক রহমান (আওয়ামী লীগ নেতা)।
সংলাপে সূচনা বক্তব্য রাখবেন সম্প্রীতি বাংলাদেশের সদস্য সচিব অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীল।
আয়োজনটি দেখা যাবে- https://www.facebook.com/sampritee.bangladesh এই লিংকে। একই সঙ্গে একুশে টেলিভিশনের ফেসবুক পেজ (https://www.facebook.com/Ekushey24online) এ অনুষ্ঠানটি দেখা যাবে।
প্রসঙ্গত, মহামারি করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সম্প্রীতি বাংলাদেশ প্রতি সপ্তাহে নিয়মিত দুটি ওয়েবিনার করে আসছে। প্রতি শনিবার ফেসবুক লাইভে সম্প্রীতি সংলাপ ও প্রতি বুধবার টেলিমেডিসিন সম্প্রচার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার রাত ১০টায় সম্প্রীতি সংলাপের ৬১তম পর্বে ‘তবু পথ হারাবে না বাংলাদেশ’ শীর্ষক সংলাপ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ২০১৮ সালের ৭ জুলাই জাতীয় জাদুঘরের শওকত ওসমান মিলনায়নে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আত্মপ্রকাশ ঘটে সম্প্রীতি বাংলাদেশের।
এসএ/
আরও পড়ুন










