আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা (ভিডিও)
প্রকাশিত : ১১:৪৪, ২৯ মার্চ ২০২১
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বিশ্বনেতাদের অংশগ্রহণ এবং বাংলাদেশ ঘিরে বিশ্বের আগ্রহ আঞ্চলিক ও বৈশ্বিক সম্পর্ক উন্নয়নে নতুন মাত্রা পেয়েছে। সকলের সাথে বন্ধুত্বের পররাষ্ট্রনীতি অনুসরণ করে এগিয়ে চলার বার্তা দিয়ে দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নেতৃত্বের অবস্থান তৈরি করেছে বাংলাদেশ। এ অবস্থায় বহুপাক্ষিক কৌশল প্রণয়ন করে এগিয়ে যাওয়ার পরামর্শ বিশ্লেষকদের।
জাতির পিতার জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে উন্নয়নশীল দেশে উত্তরণের মর্যাদা প্রভাব ফেলেছে গোটা আয়োজনে। স্বশরীর কিংবা ভার্চুয়াল মাধ্যমে বিশ্বনেতাদের অংশগ্রহণ আয়োজনকে আন্তর্জাতিক মাত্রা দেয়।
যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, জাপান, যুক্তরাজ্য, কানাডাসহ উন্নত দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানদের বার্তায় উন্নয়ন অগ্রযাত্রায় বাংলাদেশের প্রশংসা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই যে এই অর্জন তাও ফুটে ওঠে তাদের বার্তায়।
বিশ্লেকরা বলছেন, উৎসব ঘিরে কূটনীতির একটি ক্ষেত্রও তৈরি হয়। দ্বিপাক্ষিকতো বটেই কিছু ক্ষেত্রে ত্রিপাক্ষিক সমঝোতায় বাণিজ্যিক যোগাযোগ ও অর্থনৈতিক অর্জনের দরজা উন্মুক্ত হয়েছে।
আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, বাংলাদেশকে ঘিরে এক ধরনের আগ্রহ আগে থেকেই ছিল, সেটার একটি নতুন মাত্রা পেয়েছে। সম্পূর্ণভাবে আনুষ্ঠানিকতার বাইরে গিয়ে এটিকে একটি কূটনৈতিক অপারচুনিটিই হিসেবে বাংলাদেশ কাজে লাগিয়েছে। আমরা যেটা বলি, উৎসবের কূটনীতি সেই রকম একটি ব্যঞ্জনা আমরা এখানে দেখতে পাচ্ছি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ঐতিহাসিক গুরুত্বের কথা তুলে ধরে ৫৪টি অভিন্ন নদীর পানি বন্টনসহ নিজেদের স্বার্থে কৌশল প্রণয়নের তাগিদ দেন এই অধ্যাপক।
অধ্যাপক ড. দেলোয়ার হোসেন আরও বলেন, বাংলাদেশ যেমন এই সুযোগটা কাজে লাগিয়েছে, এর পাশাপাশি ভবিষ্যতের কূটনীতি আরও জোরদার হবে। এটাকে আন্তরিকভাবে বা উপ-আন্তরিকভাবে আরও কার্যকর করা এবং বাংলাদেশের স্বার্থে এটাকে যেন আরও কাজে লাগানো যায় তার একটা ভিত্তি তৈরি হয়েছে। এখন দ্বিপাক্ষিক পর্যায়ে আরও আলোচনা হবে এবং আরও নতুন নতুন অগ্রগতি হতে পারে।
দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে এগিয়ে চলারও পরামর্শও দেন এই আন্তর্জাতিক বিশ্লেষক।
অধ্যাপক ড. দেলোয়ার হোসেন বলেন, দ্বিপাক্ষিক বা বহুপাক্ষিক সম্পর্কের শুধু কথা বলা না, বাস্তবে করে দেখিয়েছে।
ভিডিও-
এএইচ/
আরও পড়ুন










