ঢাকা, মঙ্গলবার   ১৬ সেপ্টেম্বর ২০২৫

আদালতে ওসি মোয়াজ্জেম

প্রকাশিত : ১৪:১৯, ১৭ জুন ২০১৯ | আপডেট: ১৪:২২, ১৭ জুন ২০১৯

Ekushey Television Ltd.

ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনকে আজ সোমবার ঢাকার আদালতে নেওয়া হয়েছে। এই মুহূর্তে ঢাকার মূখ্য মহানগর হাকিম আদালতের হাজতখানায় রাখা হয়েছে বলে হাজতখানার এক কর্মকর্তা নিশ্চিত করেছেন।

জানা যায়, দুপুর ১২টার পরে প্রিজনভ্যানে করে মোয়াজ্জেমকে আদালত চত্তরে আনা হয়। দুপুর ২টায় ঢাকা সাইবার ট্রাইব্যুনালে তাকে ওঠানো হচ্ছে। এ জন্য তাকে এখন আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

এর আগে গতকাল রোববার রাজধানীর হাইকোর্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করে শাহবাগ থানা পুলিশ। তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ২০ দিন পর গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর আগে গত ২৭ মে তাকে গ্রেফতারের আদেশ দিয়েছিলেন ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক।

উল্লেখ্য, সোনাগাজী থানায় অধ্যক্ষ সিরাজ উদ দৌলার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করেন ফেনীর সোনাগাজীর ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফি। থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম সে সময় নুসরাতকে জবানবন্দির নামে হয়রানি করেন এবং তা নিজ মুঠোফোনে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন। গত ৬ এপ্রিল রাফির গায়ে অগ্নিসংযোগ করা হলে ১০ এপ্রিল তিনি মারা যান। অগ্নিসংযোগ করার পর রাফির ভাইয়ের মামলা হত্যা মামলায় রূপান্তরিত হয়।

পরে ১৫ এপ্রিল মোয়াজ্জেমের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ সাইয়েদুল হক। আদালতের নির্দেশে সেটি তদন্ত করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। পিবিআই গত ২৭ মে আদালতে অভিযোগপত্র জমা দিলে ঢাকার সাইবার ট্রাইব্যুনাল ঐ দিনই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন।

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি