ঢাকা, মঙ্গলবার   ২৯ এপ্রিল ২০২৫

আদিবাসী তরুণী ধর্ষণ : যুবক গ্রেপ্তার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:২৯, ১৭ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

চট্টগ্রামে বাসায় নিয়ে এক আদিবাসী কিশোরীকে ধর্ষণের অভিযোগে সুনীল ত্রিপুরা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

ইপিজেড থানার ব্যারিস্টার কলেজ এলাকা থেকে রোববার রাতে সুনীলকে গ্রেপ্তার করা হয়। তিনি খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কলাকলী ত্রিপুরার ছেলে।

পুলিশ সূত্র জানিয়েছে, পূর্ব পরিচয়ের সূত্র ধরে রোববার চাকমা সম্প্রদায়ের (১৭) ওই কিশোরীকে সুনীল তার ভাড়া বাসায় নিয়ে যায়। পরে মেয়েটির পরিবারের সদস্যরা খবর পেয়ে তাকে উদ্ধার করে। মেয়েটির বাবার অভিযোগের পরিপ্রেক্ষিতে সুনীলকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করানো হয়েছে।

আর/ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি