ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

আপাতত গরু জবাই নিষিদ্ধ নয় : কেন্দ্রের নিষেধাজ্ঞা স্থগিত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১২, ১১ জুলাই ২০১৭ | আপডেট: ১৫:৪১, ১২ জুলাই ২০১৭

Ekushey Television Ltd.

গবাদি পশুর মাংস কেনাবেচায় ভারতের কেন্দ্রীয় সরকার যে নিষেধাজ্ঞা জারি করেছে, তা তিন মাসের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত বহাল রাখল সুপ্রিম কোর্ট। মাদ্রাজ হাইকোর্টের রায়কে বহাল রেখে ভারতের শীর্ষ আদালত জানিয়ে দেয়, এই নিষেধাজ্ঞা চালু করা হচ্ছে না বলে জানিয়ে হলফনামা দিতে হবে কেন্দ্রকে। সুপ্রিম কোর্টের এই রায়ে অস্বস্তিতে নরেন্দ্র মোদী সরকার, তবে কিছুটা স্বস্তি পেলেন মাংস ব্যবসায়ীরা।

গত ২৩ মে গবাদি পশুর মাংস কেনাবেচায় নিষেধাজ্ঞা জারি করে কেন্দ্রীয় সরকার। তার এক সপ্তাহ পরেই মাদ্রাজ হাইকোর্টের মাদুরাই বেঞ্চ ওই নির্দেশের উপর চার সপ্তাহের স্থগিতাদেশ জারি করে। পাশাপাশি মাদুরাইয়ের সমাজকর্মী তথা আইনজীবী এস সেলভাগোমাতির পিটিশনের জবাব দিতে নির্দেশ দেওয়া হয় কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রী ও তামিলনাড়ু সরকারকে।

 মাদ্রাজ হাইকোর্টের স্থগিতাদেশের বিরুদ্ধে দায়ের করা পিটিশনের শুনানিতে মঙ্গলবার সুপ্রিম কোর্ট বলে, যেহেতু হাইকোর্ট গবাদি পশু নিয়ে নয়া নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে, তাই এখনই তা বলবত্‍‌ করতে চায় না শীর্ষ আদালত। কেন্দ্রের তরফে জানানো হয়, বিভিন্ন রাজ্যের বাজারে শনাক্তকরণ ও বিজ্ঞপ্তি জারি করতেই তিন সপ্তাহ সময় লেগে যাবে। তার আগে এই নির্দেশ বাস্তবায়ন করা হবে না। কেন্দ্র এমনটা দাবি করলেও, শীর্ষ আদালত মাদ্রাজ হাইকোর্টের দেওয়া স্থগিতাদেশ তুলতে রাজি হয়নি। সূত্র : টাইমস অব ইন্ডিয়া।

ডব্লিউএন


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি