আবারো বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহার করে বিদ্রোহীদের দমনের অভিযোগ
প্রকাশিত : ১৪:০৯, ২ জুলাই ২০১৭ | আপডেট: ১৪:৫৪, ২ জুলাই ২০১৭

আবারো বিষাক্ত ক্লোরিন গ্যাস ব্যবহার করে বিদ্রোহীদের দমনের অভিযোগ উঠেছে সিরিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে।
সিরিয়ার একটি বিদ্রোহী গ্র“পের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ’ খবর জানিয়েছে। সিরিয়ার পূর্বাঞ্চলের আইন তার্মা এলাকায় ক্লোরিন গ্যাস ব্যবহার করা হয়েছে বলে দাবি করেছে বিদ্রোহী গ্র“প ফাইলাক আল-রাহমান। তবে, ওই অভিযোগ অস্বীকার করেছে আসাদ সরকার। চলতি বছরের এপ্রিলে সিরীয় সরকারের বিরুদ্ধে বিদ্রোহী দমনে বিষাক্ত রাসায়নিক ব্যবহারের অভিযোগ তোলে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। সেসময় নারী ও শিশুসহ অর্ধশতাধিক মানুষ প্রাণ হারায়।
আরও পড়ুন