আবুধাবিতে ৬০ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি ট্যাক্সি চালক
প্রকাশিত : ১১:১৬, ৪ অক্টোবর ২০২৫

সংযুক্ত আরব আমিরাতের মরুভূমিতে ভাগ্য পরিবর্তনের লটারি জন্ম দিয়েছেন নতুন অবিশ্বাস্য রূপকথার। আবুধাবির জনপ্রিয় 'বিগ টিকিট' লটারির গ্র্যান্ড প্রাইজ ২০ মিলিয়ন দিরহাম যা (বাংলাদেশি টাকায় ৬০ কোটিরও বেশি) জিতে রাতারাতি কোটিপতি হয়েছেন বাংলাদেশি ট্যাক্সি চালক।
সংযুক্ত আরব আমিরাতে ভাগ্য বদলের খোঁজে আসা লাখো প্রবাসীর মধ্যে এবার যেনো জ্যাকপট জিতলেন ৪৪ বছর বয়সী বাংলাদেশি নাগরিক হারুন সরদার নূর নবী সরদার।
শারজাহতে প্রাইভেট ট্যাক্সি চালিয়ে জীবিকা নির্বাহ করা হারুন সরদার শুক্রবার আবুধাবিতে অনুষ্ঠিত বিগ টিকিট সিরিজ ২৭৯-এর মেগা ড্রতে এই বিশাল অংকের অর্থ জেতেন। তার বিজয়ী টিকিট নম্বরটি ছিল ০৩৫৩৫০। বাংলাদেশি মুদ্রায় যার মূল্যমান ৬০ কোটি টাকারও বেশি।
খবরটি শোনার পর হারুন সরদার লটারি কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার সময় কেবল বলতে পারছিলেন: "ওকে, ওকে। আমি বাংলাদেশ থেকে শারজাহতে থাকি। আমি একজন প্রাইভেট ট্যাক্সি ড্রাইভার। ধন্যবাদ।" তার সরল অভিব্যক্তি মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
এছাড়াও এই বিগ টিকিট সিরিজে আরও এক বাংলাদেশি নজরুল ইসলাম ৮৫ হাজার দিরহাম জিতেন। তিনি জানান, তিনি দীর্ঘদিন ধরে প্রতি মাসে বন্ধুদের সাথে মিলে এই টিকিট কিনতেন। এবারও তিনি ১০ জন বন্ধুর সঙ্গে মিলে টিকিটটি কিনেছিলেন, তাই জেতা অর্থ তিনি সবার সঙ্গে ভাগ করে নেবেন।
এএইচ
আরও পড়ুন