ঢাকা, বৃহস্পতিবার   ০৩ জুলাই ২০২৫

আব্দুল মতিন খসরু লাইফ সাপোর্টে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১১, ১৩ এপ্রিল ২০২১

Ekushey Television Ltd.

বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মতিন খসরুকে ফের লাইফ সাপোর্টে নেয়া হয়েছে। মঙ্গলবার সকালের দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। তিনি করোনা ভাইরাসে আক্রান্ত।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন আব্দুল মতিন খসরুর ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট মো. মহিন।

এর আগে ৩১ মার্চ তাকে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) থেকে কেবিনে স্থানান্তর করা হয়। তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, গত ১৫ মার্চ সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর করোনা পরীক্ষা করা হয়। পরদিন সকালে পরীক্ষার ফল পাওয়া যায়। পরীক্ষার ফলে তাঁর করোনা পজিটিভ আসে। সেদিন দুপুর ১২টার দিকে তাঁকে ঢাকার সিএমএইচে ভর্তি করা হয়। তারপর থেকে তিনি সেখানেই চিকিৎসাধীন আছেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি