ঢাকা, মঙ্গলবার   ০৮ জুলাই ২০২৫

আমি বিয়ে করব না: শ্রাবান্তী

প্রকাশিত : ১২:৪১, ২ মার্চ ২০১৯

Ekushey Television Ltd.

আমি বিয়ে করব না, কে আমাকে বিয়ে করে দেখি...। এমনই মন্তব্য করেছেন টালিউডের অন্যতম অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। এই বিয়ে না করার সিদ্ধান্তকে ব্যক্তিগত ভাববেন না। কারণ এটি হচ্ছে সিনামার সংলাপ।

অভিমন্যু মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘গুগলি’তে তিনি এই সংলাপ উচ্চারণ করেন। শুক্রবার এই ছবির ট্রেলার মুক্তি পেয়েছে।

এর আগে মুক্তি পেয়েছে ‘গুগলি’র প্রথম ট্রেলার। সেখানে এক শিশুশিল্পীকে দেখেছন দর্শক। অভিমন্যু শেয়ার করেছিলেন, ‘‘ও গুগলি। সৌম্যদীপ্ত। এর আগে সিরিয়ালে কাজ করেছে। কিন্তু সিনেমা এই প্রথম। এই ছবিটা ফ্যামিলি ইমোশনাল ড্রামা। ওর বাবা-মায়ের চরিত্রে করেছে সোহম-শ্রাবন্তী। এটুকু বলতে পারি, এই জুটিকে একেবারে অন্য ভাবে প্রেজেন্ট করেছি।’’

ট্রেলারে রয়েছে এমন এক দম্পতির গল্প যাদের কথা বলায় সমস্যা রয়েছে। তারা তোতলা। সন্তানও কি তোতলা হবে? এই চিন্তা রয়েছে দম্পতির।

 ‘গুগলি’র গল্প, চিত্রনাট্য সবই করেছেন অভিমন্যু। এর আগে তার পরিচালিত দু’টি ছবি দেখেছেন দর্শক। সব কিছু ঠিক থাকলে এ ছবি মুক্তি পাবে চলতি মাসেই। আদ্যন্ত পারিবারিক গল্প দর্শকের ভাল লাগবে বলেই মনে করেন টিম ‘গুগলি’র সদস্যরা।

তথ্যসূত্র: আনন্দবাজার

এমএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি