ঢাকা, বুধবার   ১৪ মে ২০২৫

আরিয়েন রুবেন ডাচের জন্মদিন আজ

প্রকাশিত : ১৭:২০, ২৩ জানুয়ারি ২০১৭ | আপডেট: ১৭:২০, ২৩ জানুয়ারি ২০১৭

Ekushey Television Ltd.

আরিয়েন রুবেন ডাচ পেশাদার ফুটবলার। বর্তমানে বায়ার্ন মিউনিখে খেলছেন এই মিডফিল্ডার। ১৯৮৪ সালে আজকের এই দিনে নেদারল্যান্ডসের বেডাম শহরে জন্মগ্রহন করেন তিনি। আরিয়েন রুবেন। দর্শক ও সহকর্মীরা ভালোবেসে রুবেন নামে ডাকেন তাকে। ছোটবেলা থেকেই ফুটবলের প্রতি বেশ আগ্রহ ছিলো তাঁর। আর ভালো ফুটবল খেলায় পেশায় ও বেছে নেন ফুটবলকে। ১৯৮৯ সালে প্রথম ফুটবল ক্যারিয়ার শুরু ;করেন নিজ শহরের ক্লাব বেডামের জার্সিতে। ১৯৯৬ সালে নতুন করে মাঠে নামেন গ্রুনিনগেন ক্লাবে। আর এই ক্লাবের হয়েই বয়সভিত্তিক দলেও অভিষেক হয়। ২০০২ সালে খেলেন পিএসভি ক্লাবের হয়ে। ২০০৪ সাল পর্যন্ত ৫৬টি ম্যাচ খেলে গোল করে ১৮টি। এরপর খেলেন চেলসির হয়ে। আর ২০০৭ থেকে ২০০৯ সাল পর্যন্ত মাঠ মাতিয়েছেন রিয়ালের জার্সিতে। ক্লাব পর্যায়ের পাশাপাশি জাতীয় দলের জার্সিতেও সমান তালে লড়তেন এই তারকা ফুটবলার। খেলৈন নেদারল্যান্ডস অনুর্ধ্ব-১৫, ১৬, ১৭, ১৯ ও ২১ দলে। আর ২০০৩ সাল থেকে খেলে যাচ্ছেন নেদারল্যান্ডসের জাতীয় দলে। জাতীয় দলের জার্সিতে এপর্যন্ত ৮৯টি ম্যাচ খেলৈ গোল করেছেন ৩১টি।
Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি