ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

আলিয়ার সাধের অনুষ্ঠান, নিমন্ত্রিত কারা?

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪০, ১৪ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

আর মাত্র কয়েক মাসের অপেক্ষা। মা হবেন আলিয়া ভাট আর বাবা রণবীর কাপূর। খুব শিগগিরি হতে চলেছে আলিয়ার সাধের অনুষ্ঠান।

কাপূর এবং ভাট পরিবারে এখন খুশির হাওয়া। নতুন অতিথি আসছে যে। মা হচ্ছেন আলিয়া ভাট আর বাবা রণবীর কাপূর। এর মধ্যেই চুটিয়ে নতুন ছবির প্রচার সেরেছেন হবু মা আলিয়া। প্রতি দিন নিত্যনতুন পোশাকের আড়ালে স্ফীতদোর একদম স্পষ্ট। নায়িকার দুই মায়ের মধ্যেও আনন্দের শেষ নেই।

মা সোনি রাজদান এবং শাশুড়ি মা নীতু কাপূর ইতিমধ্যেই সাধ খাওয়ানোর পরিকল্পনা করে ফেলেছেন। সাধ মানেই সেই অনুষ্ঠানে মূলত মহিলাদেরই আমন্ত্রণ থাকে। এ ক্ষেত্রেও তেমনটাই পরিকল্পনা করেছেন আলিয়ার দুই মা।

অনুষ্ঠানে অতিথিদের তালিকায় থাকবেন কারিনা কাপূর খান, কারিশ্মা কাপূর, আকাঙ্খা রঞ্জন, নব্যা নন্দ, শ্বেতা বচ্চন-সহ আরও অনেকে। আর আলিয়ার ছোটবেলার বন্ধুরা তো থাকছেনই।

এর আগে লন্ডনে সোনমের জাঁকজমকপূর্ণ সাধের অনুষ্ঠান হয়েছিল। পরে অবশ্য মুম্বাইয়েও বড় করে অনুষ্ঠানের পরিকল্পনা করেছিলেন তারা। কিন্তু তা বাতিল হয়ে যায়। হালে বিপাশা বসুর মা-ও সাজিয়ে-গুছিয়ে বাঙালি মতে সাধ দিয়েছিলেন।

তবে আলিয়ার ক্ষেত্রে তেমনটা হবে না আশা করা যায়। ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার পর্ব সেরে আপাতত নিজের জন্যই পুরো সময় নায়িকার। এই বছরের শেষেই হবে নতুন অতিথির আগমন।

সূত্র: আনন্দবাজার অনলাইন

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি