ঢাকা, মঙ্গলবার   ৩০ ডিসেম্বর ২০২৫

আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা দিয়ে পুলিশের হাতে আটক

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৩, ৩০ ডিসেম্বর ২০২৫

নিষিদ্ধ  আ.লীগের নেতা এসএম মুজিবুর রহমান

নিষিদ্ধ আ.লীগের নেতা এসএম মুজিবুর রহমান

Ekushey Television Ltd.

সাতক্ষীরায় স্বতন্ত্র প্রার্থী নামে এক নিষিদ্ধ আ.লীগ নেতার মনোনয়নপত্র জমা দিয়ে পুলিশের হাতে আটক হলেন এক কর্মী। 

কলারোয়ায় মনোনয়নপত্রটি জমা দেয়ার বিষয়টি জানাজানি হলে পরে থানা পুলিশ খবর পেয়ে মাগফুর রহমান নামে এক ব্যক্তিকে আটক করে। 

জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের সাতক্ষীরা জেলা কমিটির কৃষি বিষয়ক সম্পাদক ও সৈনিকলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সরদার মুজিব ওরফে এসএম মুজিবুর রহমানের নামে মনোনয়নপত্র উত্তোলন করে তা সোমবার বিকালে কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে জমা দেয়া হয়। 

প্রতাক্ষদর্শীরা জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এসএম মুজিবুর রহমানের পক্ষে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন জমা দেন কলারোয়া পৌর সদরের ঝিকরা গ্রামের আ.লীগ কর্মী মখফুর রহমান। পরে মাগফুর রহমানকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে আটক করে পুলিশ। 

কলারোয়া থানার অফিসার ইনচার্জ মো: শাহীন জানান, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা এসএম মুজিবর রহমানের পক্ষে মনোনয়ন জমা দেওয়ার অভিযোগে ঝিকরা গ্রামের মাগফুর রহমান নামের এক আওয়ামী লীগ কর্মীকে আটক করা হয়েছে। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি