ঢাকা, মঙ্গলবার   ১৫ জুলাই ২০২৫

আশুলিয়ায় নারীসহ ৪ লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৯, ১০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১৫:০১, ১০ জানুয়ারি ২০১৯

Ekushey Television Ltd.

ঢাকার অদূরে আশুলিয়ায় একজন ট্রাফিক পুলিশের স্ত্রীর লাশসহ চারজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাকি লাশগুলো অজ্ঞাত যুবকের।   

বৃহস্পতিবার সকালে আশুলিয়ার খেজুরবাগান, শ্রীপুর, কবিরপুর ও নবীনগর থেকে এ সব লাশ উদ্ধার করা হয়। আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি শেখ রিজাউল হক দিপু বলেন, আশুলিয়ার শ্রীপুর এলাকার ভাড়া বাড়ির একটি কক্ষ থেকে সাভারে কর্মরত ট্রাফিক পুলিশ আইয়ুব আলীর স্ত্রী রেশমা খানমের (২৬) লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া কবিরপুর, খেজুরবাগান ও নবীনগর থেকে তিন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। ওই তিন যুবক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় জানাতে পারেননি ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি