ঢাকা, সোমবার   ১৪ জুলাই ২০২৫

আসছে অপি করিমের নতুন সিনেমা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ৩১ আগস্ট ২০১৯

Ekushey Television Ltd.

প্রখ্যাত কথাসহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ‘বিষাক্ত প্রেম’ ও ‘সুবালা’ অবলম্বনে ছবির চিত্রনাট্যে অভিনয় করেছেন অপি করিম। চলতি বছরের মাঝামাঝিতেই ছবির শুটিং শেষ হয়েছে। 

কলকাতার ইন্দ্রনীল রায়ের পরিচালনায় যৌথ প্রযোজনার এ ছবির নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। প্রায় ১৫ বছর পর ২০১৮ সালের নভেম্বরে সিনেমার ক্যামেরার ধরা পড়লেন অপি করিম। 

এ ছবিতে অপির চরিত্রের নাম সোমা। মেয়েটি কলকাতার। সে বিবাহিতা। স্বামী আর একমাত্র সন্তানকে নিয়ে তার সংসার। তবে স্বামী বেকার। এ কারণে সন্তানকে ইংলিশ মিডিয়ামে পড়াতে চাকরি করে সোমা। কলকাতা এবং ঢাকা মিলিয়ে ছবিটির শুটিং হয়েছে। বর্তমানে ছবিটির কারিগরি অংশের কাজ চলছে। ছবিটি আগামী বছরের মার্চে মুক্তি পাবে বলে প্রযেজনা সূত্রে জানা যায়। 

অপি করিম বলেন, ‘এ ছবির গল্প এবং আমার অভিনীত চরিত্র, দুটোই ভালো লেগেছে। এছাড়া নির্মাতাও প্রশংসিত ব্যক্তি। তার প্রচেষ্টায় এ ছবিতে সবাই ভালোভাবেই অভিনয় করেছেন। গল্পপ্রধান এই ছবিটি আশা করছি দর্শকের ভালো লাগবে।’ 

উল্লেখ্য, অপি করিম সর্বশেষ ২০০৪ সালে মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় ‘ব্যাচেলর’ ছবিতে অভিনয় করেন। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি