আড়িয়াল খাঁ নদে হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ
প্রকাশিত : ০৯:২০, ২৩ অক্টোবর ২০২২ | আপডেট: ০৯:৪৪, ২৩ অক্টোবর ২০২২
				
					মাদারীপুরের শিবচরে আড়িয়াল খাঁ নদে হয়ে গেলো গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ। এসময় দু’পাড়ের ৪ কিলোমিটার জুড়ে হাজার হাজার দর্শনার্থী নৌকা বাইচ দেখতে ভীড় জমান। 
 
শিবচরের উত্তরবহেরতলার আড়িয়াল খাঁ নদে শনিবার (২২ অক্টোবর ২০২২) বিকালে আয়োজন করা হয় বাচারী নৌকা বাইচ। 
বাইচ উপভোগ করেন চীফ হুইপ নূর-ই-আলম চৌধুরীসহ অতিথিরা।
বিজয়ী হয়ে সোনার নৌকা জিতে নেন মিলন হাওলাদারের শিবচর এক্সপ্রেস নামক বাচারী নৌকা। এতে প্রথম পুরস্কার ঘোষণা দেয়া হয় স্বর্ণের নৌকা। এছাড়াও অংশগ্রহণকারীদের দেয়া হয় টিভি-ফ্রীজ।
বিশাল এ নৌকা বাইচে দেশের বিভিন্ন স্থান থেকে ২০টি বিশাল আকারের বাচারী নৌকা এই প্রতিযোগিতায় অংশ নেয়।
নৌকা বাইচ দেখতে নদী পাড়ের দীর্ঘ এলাকাজুড়ে হাজার হাজার মানুষ ভীড় করেন। বসে দীর্ঘ গ্রামীন মেলাও। অনেকে আসেন নৌকা নিয়ে আবার অনেকে বাল্কহেড ও স্পীডবোট নিয়ে।
তরুণরা হাজির হয় সাউন্ড সিস্টেমসহ। সবমিলিয়ে অপূর্ব এক মিলন মেলায় রুপ নেয় আড়িয়াল খাঁর পাড়।
নৌকা বাইচ দেখতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন উপজেলা থেকে মানুষ দলবেঁধে উত্তর বহেরাতলার চর টেকেরহাট এলাকায় আড়িয়াল খাঁর পাড়ে আসতে শুরু করেন।
বাইচ প্রতিযোগীতায় মিলন হাওলাদারে শিবচর এক্সপ্রেস নামক নৌকা প্রথম স্থান অধিকার করে। ওসমান তালুকদারের নৌকা দ্বিতীয় ও জব্বার মাদবরের নৌকা তৃতীয় স্থান অধিকার করে।
এমন আয়োজনে মুগ্ধ দর্শনার্থীরাও। গ্রামীণ বাংলার ঐতিহ্য নৌকা বাইচের এমন আয়োজন প্রতিবছর করা হবে এমনটাই আশা করছেন দর্শনার্থী ও এলাকাবাসী।
সকলের সহায়তা পেলে প্রতিবছরই নৌকা বাইচের আয়োজন করার কথা বললেন আয়োজকরা।
এএইচ
আরও পড়ুন
				        
				    









