ঢাকা, রবিবার   ০৬ জুলাই ২০২৫

ইবির দুই হলে প্রভোস্ট নিয়োগ

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

প্রকাশিত : ২০:৫৩, ২৬ অক্টোবর ২০২০ | আপডেট: ২০:৫৪, ২৬ অক্টোবর ২০২০

Ekushey Television Ltd.

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) শেখ রাসেল হলের প্রভোস্ট হিসেবে বাংলা বিভাগের অধ্যাপক ড. রবিউল হোসেন এবং খালেদা জিয়া হলে আইন বিভাগের অধ্যাপক ড. রেবা মন্ডল পুনরায় নিয়োগ পেয়েছেন। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালাম তাদের এ পদে নিয়োগ দিয়েছেন। সোমবার ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজিস্টার জানান, গত ১৮ এ দুই হলের প্রভোস্টের মেয়াদ মেয়াদ পূর্ণ হওয়ায় পুনরায় তাদের নিয়োগ দেয়া হয়েছে। শনিবার উভয়ের বরাবর চিঠি পাঠানো হয়েছে। আগামী এক বছর তারা এ পদে দায়িত্ব পালন করবেন।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি