ঢাকা, বৃহস্পতিবার   ১৫ মে ২০২৫

ইমরান-কিঙ্করের একুশের বৈঠকখানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ১৬ মার্চ ২০২১

Ekushey Television Ltd.

বইমেলা উপলক্ষে ‘একুশের বৈঠকখানা’ শিরোনামে চ্যানেল টোয়েন্টিফোরে প্রচারিতব্য একটি অনুষ্ঠান নিয়ে দর্শকের মুখোমুখি হবেন সময়ের দুই জনপ্রিয় লেখক আবদুল্লাহ আল ইমরান ও কিঙ্কর আহসান। অনুষ্ঠানে দুই তরুণ লেখকের অতিথি হবেন শিল্প-সাহিত্য ও প্রকাশনা জগতের নানা গুণীজন।

বরেণ্য কথাসাহিত্যিক সেলিনা হোসেনের লেখক জীবনের গল্প নিয়ে প্রথম পর্বটি প্রচার হবে। এ অনুষ্ঠান চলবে বইমেলার শেষ দিন পর্যন্ত। 

অনুষ্ঠানের প্রযোজক আলেকজান্ডার মোহাম্মদ জানান, অনুষ্ঠানটির ২৮টি পর্ব রেকর্ড করা হয়েছে। শিখা প্রকাশনীর সহযোগিতায় প্রতিদিন বিকেল ৩টা ৪০ মিনিটে প্রচারিত এই অনুষ্ঠানে লেখক, প্রকাশক এবং ডিজিটাল কনটেন্টের সফল অতিথিরা তাদের অভিজ্ঞতা শোনাবেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি