ঢাকা, বুধবার   ৩০ এপ্রিল ২০২৫

কলেরায় মারা গেছে ১৭০০

ইয়েমেনে দুর্ভিক্ষের মুখে ৭০ লাখ মানুষ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪১, ১৩ জুলাই ২০১৭ | আপডেট: ১৬:৩০, ১৩ জুলাই ২০১৭

ইয়েমেনে লাখ লাখ মানুষ মানবিক বিপর্যয়ে

ইয়েমেনে লাখ লাখ মানুষ মানবিক বিপর্যয়ে

Ekushey Television Ltd.

ইয়েমেনে গৃহযুদ্ধের মাত্রা দিন  দিন বাড়ছে। এর শিকার হয়ে ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে পড়েছে। সেখানে হাজার হাজার মানুষ কলেরা-মহামারিতে আক্রান্ত হয়েছে।  জাতিসংঘের কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরার।

বৃহস্পতিবার নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক বৈঠকে আন্তর্জাতিক সংস্থাটির মানবিক ও জরুরি ত্রাণবিষয়ক আন্ডার সেক্রেটারি স্টিফেন ও’ব্রায়েন বলেন, ইয়েমেনে যুদ্ধরত গোষ্ঠী ও তাদের সহায়তাকারীদের উচিত নিজেদের অপরাধী বিবেচনা করা। তাদের কারণে ইয়েমেনের লাখ লাখ সাধারণ মানুষ চরম ভোগান্তি পোহাচ্ছে। সেখানকার ৭০ লাখ মানুষ দুর্ভিক্ষের মুখে।

ও’ব্রায়েন জানান, কলেরায় আক্রান্ত হয়ে বুধবার পর‌্যন্ত ইয়েমেনের বিভিন্ন স্থানে এক হাজার ৭৪০ মানুষ মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। দেশটির জন্য ২১০ কোটি মার্কিন ডলার সাহায্যের আবেদন করা হয়েছে। অথচ এর মাত্র ৩৩ শতাংশ তহবিলে যোগ হয়েছে। আর মহামারী আকার ধারণ করা কলেরা নিয়ন্ত্রণে দরকার ২৫ কোটি মার্কিন ডলার। অথচ পাওয়া গেছে মাত্র চার কোটি সাত লাখ মার্কিন ডলার।

জাতিসংঘের এই কর্মকর্তা বলেন, ‘এই কলেরা সম্পূর্ণরূপে সেখানকার যুদ্ধরত পক্ষগুলোর সৃষ্টি। যারা ইয়েমেনের সীমান্ত থেকে নেতৃত্ব দিচ্ছে, অস্ত্র সরবরাহ ও যুদ্ধ করছে এবং এই যুদ্ধ ও আতঙ্ককে স্থায়ী করতে চাইছে।

//এআর

 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি