ঢাকা, শুক্রবার   ০৮ আগস্ট ২০২৫

ঈদের তিনদিন আগে মহাসড়কে পণ্যবাহী গাড়ী চলাচল বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩২, ২৯ মে ২০১৭ | আপডেট: ২০:০৩, ২৯ মে ২০১৭

Ekushey Television Ltd.

ঈদের তিনদিন আগে মহাসড়কে নিত্যপণ্য ও পচনশীল দ্রব্য ছাড়া পণ্যবাহী গাড়ী চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়া, ঈদের আগে ও পরের ৭ দিন সারাদেশের সিএনজি ফিলিং স্টেশন ২৪ ঘন্টা খোলা রাখতে জ্বালানি মন্ত্রণালয়কে বলা হয়েছে বলে জানান তিনি।
দুপুরে বিআরটিএ কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় এ’কথা জানান ওবায়দুল কাদের। এছাড়া, মহাসড়কে চাপ এড়াতে ভিন্ন ভিন্ন দিনে গার্মেন্ট ছুটি দিতে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান তিনি। ঈদ উপলক্ষে বাসে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে বিআরটিএ’র টিম মাঠে থাকবে বলেও জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী।

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি